কথা রাখলেন ব্যারিস্টার সুমন, শপথ নিয়েই চলে গেলেন বিমানবন্দরে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচনে জয়ের পর বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন তিনি।

শপথ গ্রহণের পরপরই বিমানবন্দরে ছুটে যান সুমন। সেখানে পৌঁছে একজন প্রবাসীকে স্যালুট দেয়ার মধ্য দিয়েই এমপি হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। 

এ বিষয়ে আলোচিত এই আইনজীবী বলেন, আমি দুবাইতে একটা অনুষ্ঠানে কথা দিয়েছিলাম, যদি কোনোদিন এমপি হই তাহলে একজন প্রবাসীকে স্যালুট দিয়ে আমার যাত্রা শুরু করবো। সেই কথা রেখেছি।
 
নিজের দেওয়া ঘোষণা অনুযায়ী, বিমানবন্দরে  দুবাই থেকে আসা এক প্রবাসীর দুঃখ দুর্দশার কথা শোনেন সুমন। সেসব নিয়ে সংসদে কথা বলবেন বলেও আশ্বাস দেন তিনি। পরে সেই প্রবাসীকে স্যালুট জানাতে দেখা যায় হবিগঞ্জ-৪ আসনের নির্বাচিত এই প্রার্থীকে। 

এর আগে বুধবার শপথ গ্রহণ শেষে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার সুমন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সংসদে বিরোধী দল নেই, আপনাদের (স্বতন্ত্র) ভূমিকা কি হবে?  জবাবে সুমন বলেন, ‘বিরোধী দল নেই, আপনি স্বতন্ত্রের ‘প্রেসারে’ই থাকতে পারবেন কিনা দেখেন।’

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।

এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে— জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা-দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউ-ই করতে চায় না। তার পরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তা হলে আমি অনেকটুকু পাড়ি দিতে পারব।