চার চাকা গাড়ি হাতে বানিয়েই বাবাকে উপহার! কাহিনি জানলে চোখে জল চলে আসবে

নিজের হাতে চার চাকা বানিয়ে বাবাকে উপহার! আশ্চর্য কাহিনি জানলে অবাক হতেই হবে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজু গ্রামে।  মনজুর মওলা নাের নামের এক ব্যক্তি আস্ত একটা গাড়ি বানিয়ে উপহার দিয়েছেন পিতা মহম্মদ আশরাফ মাওয়ারকে।

কারও সাহায্য ছাড়াই ব্যটারি চালিত চারচাকা তৈরি করে ফেলেছেন মনজুর। সর্বশিক্ষা মিশনে কর্মরত মনজুর একেবারে বানিয়ে ফেলেছে উইলস জিপের আদলের একটা গাড়ি। 

আরও পড়ুন: সবাই আর ব্যবহার করতে পারবেন না মাইক্রোসফ্ট ওয়ার্ডপ্যাড! কারা থাকবেন তালিকায়

নিজের ৭২ বছর বয়সি বাবার যাতায়াতের সুবিধার জন্যই এই তৈরি করেছেন মনজুর। তিনি জানান, রাজ রাজুয়া থেকে কাটোয়া শহরের দূরত্ব ১০ কিলোমিটার। 

মনজুরের বাবাকে এখনও বিভিন্ন প্রয়োজনে সাইকেল কিংবা মোটর বাইকে করে প্রায়ই কাটোয়া যাতায়াত করতে হয়। তবে দিনে দিনে বেড়েই চলেছে বাইক দুর্ঘটনার ঘটনা। সেই দুশ্চিন্তা থেকেই নিজের হাতে ব্যাটারিচালিত জিপ তৈরির কথা মাথায় আসে মনজুরের। এরপরেই বাবার জন্য তৈরি করে ফেললেন আস্ত একটা জিপ। ভালোবেসে গাড়ির নাম রেখেছেন ‘কিং’। 

আরও পড়ুন: পৃথিবীতে আঘাত আনতে পারে হারিয়ে যাওয়া গ্রহাণু! কী বলছেন গবেষকরা, জানলে তাজ্জব হবেন

গাড়িতে নেই বিন্দু মাত্র অপেশাদারিত্বের চিহ্ণ। প্রথম দিকে বেশ কয়েকটা ঝামেলার মুখে পড়তে হলেও সমস্ত বাধা অতিক্রম করে এই গাড়ি তৈরি করেন মনজুর।

একেবারে ইংরেজ আমলের ভিন্টেজ গাড়ির আদলে তৈরি হয়েছিল নকশা। গাড়ির বডি তৈরি করা হয়েছে এক স্থানীয় লেদ কারখানা থেকে। ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে টোটো গাড়ির উন্নত মানের ব্যাটারি।

আরও পড়ুন: ১৬ বছরের কিশোরীকে ভার্চুয়ালি গণধর্ষণ! জানলে গা শিউরে উঠবে

উইলিস জিপে মোট আসন সংখ্যা চার। ড্রাইভার নিয়ে মোট চারটি আসন জিপটিতে। মোট চারটি হেডলাইট রয়েছে এই জিপে। হাতে তৈরি এই জিপটি তৈরি করতে খরচ পড়েছে ২৫ হাজার টাকা।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে থাকলেও আলাদা করে ভরণপোষণ পাবেন স্ত্রী, জানাল আদালত

তবে এখনও পর্যন্ত জিপ গাড়িটি রাস্তায় চালানোর জন্য কোনও অনুমোদন দেয়নি সরকার। তবে অনুমোদনের চেষ্টা চালাচ্ছেন মনজুর। ছেলের এই উপহারে ভীষণ খুশি মহম্মদ। ছেলের তৈরি গাড়িতে কবে কাটোয়া রওনা দেবেন বলে দিন গুণছেন মহম্মদ আশরাফ।