Darjeeling Lok Sabha Seat: ‘ভূমিপুত্রকে প্রার্থী না করলে…’ দলকেই চ্যালেঞ্জ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের

লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তার আগেই দার্জিলিং পাহাড়ে বিজেপির অন্দরে শুরু হয়ে গেল জোর লড়াই। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা সরাসরি দাবি করেন এবার পাহাড়ে ভূমিপুত্রকেই প্রার্থী করতে হবে। পাহাড়ের কাউকে প্রার্থী করার দাবিকে ঘিরে জোরালো সওয়াল করেন তিনি। আর সেটা যদি না হয় তবে তিনি নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়ার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে ভোট আসার আগে কার্যত বিজেপির অন্দরে শুরু হয়ে গেল নয়া দ্বন্দ্ব।

কিন্তু কেন তিনি আচমকা এমন হুঁশিয়ারি দিলেন? আসলে তার পেছনে রয়েছে ধারাবাহিক একটা ইতিহাস। প্রতিবার ভোট এলেই দেখা যায় বিজেপির তরফ থেকে এমন কাউকে এনে হাজির করা হয় যিনি আদৌ পাহাড়ের নন। আর এবার প্রার্থী ঘোষণার আগে সেই ইস্যুতে সরব হলেন খোদ বিজেপিরই বিধায়ক।

বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, বছরের পর বছর ধরে বহিরাগতদের নিয়ে এসে পাহাড়ে প্রার্থী করা হচ্ছে। তারা জেতার পরে আর পাহাড়ের দিকে মুখও ফেরান না। এটা যেন একটা খেলার মাঠ হয়ে গিয়েছে।

বাস্তবিকই এটাই যেন পাহাড়ের একটা ধারাবাহিক পরিস্থিতি। প্রতিবার ভোট এলেইআচমকাই একজন করে সামনে আসেন। এসেই তিনি পাহাড়ের ভালো কীভাবে করা যায় তা নিয়ে সুর ভাজতে শুরু করেন। এমনকী পাহাড়ে উঠে মোর্চা সমর্থকদের মন ভেজাতে গোর্খাল্য়ান্ডের স্বপ্ন পূরণের নানা প্রতিশ্রুতিও দিয়ে ফেলেন। কিন্তু সমতলে এলেই আবার মুখে কুলুপ।

বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, সংবাদমাধ্য়মের সামনে বললাম। দল বললেও একই কথা বলব। দল ব্যবস্থা নিলে নেবে। ভূমিপূত্র কাউকে প্রার্থী করতে হবে।

এদিকে সূত্রের খবর, এবারও এক প্রাক্তন আমলার নাম পাহাড়ে বিজেপির প্রার্থী হিসাবে উঠতে শুরু করেছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। বর্তমানে রাজু বিস্ত হলেন বিজেপির বিধায়ক। কিন্তু নানা কারণে পাহাড়ের অনেকেই তাঁর উপর ক্ষুব্ধ। পাহাড়েও তাঁকে বিশেষ দেখা যায়না বলে অভিযোগ। তার মধ্য়েই এবার ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব খোদ বিজেপি বিধায়ক।