Illegal construction: ১ দিনে রেকর্ড অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা, চলতি মাসে ৩৫০ টার্গেট

অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। রেকর্ড করে সোমবার একদিনে ২৬টি নির্মাণ ভেঙেছে পুরসভার বিল্ডিং বিভাগ। আধিকারিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে আরও ২০০টি বিল্ডিং ভাঙার পরিকল্পনা রয়েছে। 

বছরের শুরুতেই পুরসভা অবৈধ নির্মাণের তালিকা তৈরি করে। সেই তালিকা মেনে সোমবার থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। পুরকর্তৃপক্ষ নোটিশ ছাড়াই বেআইনি নির্মাণ ভাঙতে চলে যাচ্ছে।

ডিসেম্বর মাসেও বেশ কিছু বাড়ি ভাঙা হয়েছে। তবে তার সংখ্যা ছিল চলতি লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম। বর্তমানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত মাসে অভিযান চালিয়ে মাত্র ৫৫ টি অবৈধ নির্মাণ ভাঙতে সক্ষম হয়েছে পুরসভা। তবে উৎসবেব মরশুম থাকায় অভিযান কিছুটা হালকা চালে শুরু হয়েছিল। উৎসবে মরশুম কাটতে আবার জোর কদমে অভিযোন শুরু করেছে পুরসভা।

জানা গিয়েছে, এর ধারাবারহিকতায় চলতি মাসের মধ্যে ৩৫০টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে পুরসভা। এক পুর আধিকারিক জানিয়েছেন, বেআইনি নির্মাণের একেবরা গোড়াতেই তা ভেঙে ফেলতে চান মেয়র। তাঁর যুক্তি, একবার বাড়ি তৈরি হয়ে গেলে সেখানে বাসিন্দারা বসবাস করতে শুরু করেন। তাই ভেঙে ফেলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়। বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। 

পুরসভার বিল্ডিং আইন ৪০০/৮ ধারা প্রয়োগ করে, আচমকাই অভিযান চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণগুলি। বিল্ডিং বিভাগের এক আধিকারিক জানিয়েছেন,  এর জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে। কারণ অধিকারিকরা একক ভাবে পদক্ষেপ করলে সমস্যা পড়তে হয়। খোদ মেয়র কেন্দ্রীয় ভাবে এই টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম হঠাৎ করে পৌছে গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে। 

ওই পুর আধিকারিক বর্তমানকে বলেন, ‘এর আগে আমরা প্রতিদিন ১১টি করে বেআইনি নির্মাণ ভেঙেছি। এবার ১৬টির লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।  কোন নির্মাণ ভাঙা হবে, তার তালিকা তৈরি হচ্ছে।’

গত দেড় বছর ধরে বেআইনি নির্মাণ ভাঙা চলছে। আগামী দিনে আরও বেআইনি নির্মাণ ভাঙা হবে। যে সব নির্মাণে ইতিমধ্যে মধ্যেই বাসিন্দারা ঢুকে পড়েছেন সেগুলিকেও ছাড় দেওয়া হবে না বলে মেয়রের স্পষ্ট নির্দেশ। তবে মেয়র ফিরহাদ হাকিমের স্পষ্ট নির্দেশ রয়েছে, বেআইনি নির্মাণকে কোনও মতেই রেয়াত হয়। সেই নির্মাণে বাসিন্দা ঢুকে গেলেও নয়। তবে গোড়াতে যাতে বেআইনি নির্মাণ ভেঙে ফেল যায়. তাতেই জোর দিচ্ছেন মেয়র।