Mamata at Joynagar: জয়নগরের মোয়ার জয় হো, মোয়া হাব তৈরির ঘোষণা করে বললেন মমতা

জয়নগরের মোয়া শিল্পের প্রসার ঘটাতে সেখানে মোয়া হাব বানাতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভা থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জয়নগরের মোয়া GI স্বীকৃতি পাওয়ায় শুভেচ্ছা জানালেন এই কারবারের সঙ্গে যুক্তদের।

এদিন মমতা বলেন, ‘এই মাসটা তো পিঠে পুলি খাওয়ার মাস। আপনাদের বিধায়ক আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়। খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। এখানে বিভাস আছে। ওর একটা ফলের বাগান আছে। ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা তো ভাবে দিদি খাবে। দিদি তো সকালে খায় একটু চা-টা সামান্য কিছু। আর রাতে খায়। তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না। এটা আজকের নয় অনেকদিনের।

কিন্তু আমি আজকে আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি এজন্য জয়নগরের মোয়া আজ জিআই পেয়েছে। বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগর, দোকানদারদের সবার জয় হোক, জয় হোক, জয় হোক’।

এর পরই মমতা বলেন, ‘আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরের মোয়ার জন্য একটা মোয়া হাব তৈরি করছি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে। তাতে সব জয়নগরের মোয়া এক জায়গায় আপনারা পেয়ে যাবেন’।

এদিনের সভায় হাজির ছিলেন জেলার সাংসদ ও বিধায়করা। ছিলেন রাজ্য সরকারের সমস্ত দফতরের প্রধান সচিবরা। এদিনের সভাতেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন মমতা। রাম মন্দির প্রসঙ্গে মুখ খুলে বলেন, মন্দির করছ করো। কিন্তু কাউকে বঞ্চনা কোরো না।