Mohammed Shami Aims To Return During IND Vs ENG Test Series

নয়াদিল্লি: বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স। বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারত বিশ্বখেতাব না জিতলেও, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন তারকা ফাস্ট বোলার। তবে তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। চোট সারিয়ে কবে ২২ গজে ফিরবেন ভারতীয় (Indian Cricket Team) তারকা? এবার নিজেই মুখ খুললেন শামি।

মহম্মদ শামি সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছিলেন। তবে গোড়ালির চোটের কারণে সেই সিরিজ়ে খেলতে পারেননি তিনি। এমনকী নভেম্বরে বিশ্বকাপের পর থেকে এখনও একটিও ম্যাচ খেলেননি তিনি। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের বোলিং বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ সেই সিরিজ়ে আদৌ খেলতে পারবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে তিনি নিজেই জানালেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই তিনি জাতীয় দলে ফেরার পরিকল্পনা করছেন।

শামি জানান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব ভালভাবেই এগোচ্ছে। তারকা বোলার বলেন, ‘আমার গোড়ালিতে হালকা ব্যথা রয়েছে তবে ঠিক আছে। আমি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়ছি এবং আশা করছি ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ়েই প্রত্যাবর্তন ঘটাতে পারব।’ শামি গত বছর অস্ট্রেলিয়া সিরিজ়ে শেষবার লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁকে ক্যারিবিয়ান সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল আর প্রোটিয়া সফরে চোট তাঁর বাধা হয়ে দাঁড়ায়। বহুদিন পরে তাঁকে আবার লাল বলে ক্রিকেটে খেলতে দেখা যাবে।

শামি যদিও আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে মূলত চোটের কারণেই সুযোগ পাননি বলে মনে করা হচ্ছে। তবে তিনি আদৌ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের পরিকল্পনায় রয়েছেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। শামি নিজেও এই বিষয়ে ধন্ধে। ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে আমি তো অনেক সময় বুঝতেই পারি না যে আমি আদৌ পরিকল্পনায় আছি কি নেই। তবে বিশ্বকাপের আগে আইপিএল রয়েছে এবং আমার মতে ওটাই সেরা সুযোগ। যদি আমায় ম্যানেজমেন্ট দলে নিতে আগ্রহ দেখায়, তাহলে অবশ্যই আমি খেলব।’ বলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মুনি, হিলির অর্ধশতরানে ভর করে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিরিজ় জয়