Ram Mandir Construction Latest Update: উদ্বোধনের বাকি আর ক’দিন, স্থাপিত হল রাম মন্দিরের প্রথম স্বর্ণদ্বার, বাকি আর ১৩

রাম মন্দিরের প্রথম স্বর্ণদ্বার স্থাপিত হয়ে গেল মঙ্গলবার। এই স্বর্ণদ্বারের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অযোধ্যার মন্দিরে এমনই আরও ১৩টি স্বর্ণদ্বার বসবে আগামী কয়েক দিনের মধ্যে। এদিকে মন্দিরের গর্ভগৃহের স্বর্ণদ্বারও আগামী তিনদিনের মধ্যে বসে যাবে বলে জানা গিয়েছে। স্বর্ণদ্বারের যে ছবিটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, স্বাগত ভঙ্গিতে দুটি হাতি সোনার দরজার মাঝখানের প্যানেলে আছে। উপরের অংশে একটি প্রাসাদের মতো আকৃতি দেখা যাচ্ছে যেখানে দু’জন হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। এদিকে, দরজার নীচে চারটি চত্বরে সুন্দর শিল্পকর্ম খোদাই করা আছে। (আরও পড়ুন: ‘রেলে চাকরির বদলে জমি’ মামলায় ধাক্কা খেলেন লালু,ইডির চার্জশিটে নাম স্ত্রী-কন্যার)

আরও পড়ুন: শীঘ্রই ডাক্তারি পড়াশোনার সুযোগ বাড়বে কয়েকগুণ, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এদিকে, মন্দির নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ রাত্রিকালে আলোতে সজ্জিত মন্দির নির্মাণের কয়েকটি মুহূর্তের ছবি শেয়ার করেছে সম্প্রতি। রামায়ণের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র জটায়ুর একটি ভাস্কর্যের ছবি এবং রাতের বেলায় মন্দিরের স্তম্ভ এবং দেয়ালে বিভিন্ন দেবদেবীর চমৎকার মূর্তির ছবিও শেয়ার করেছে মন্দিরের ট্রাস্ট। আগামী ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনের আগে সেখানে জোর কদমে কাজ চলছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে নির্মিত রাম মন্দিরটি তিনতলা বিশিষ্ট ভবন। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট (পূর্ব-পশ্চিম দিক), প্রস্থ ২৫০ ফুট এবং উচ্চতা ১৬১ ফুট। এতে মোট ৩৯২টি স্তম্ভ ও ৪৪টি দরজা রয়েছে। এতে পাঁচটি মণ্ডপ বা হল রয়েছে। সেগুলি হল – নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা এবং কীর্তন মণ্ডপ। রিপোর্ট অনুযায়ী, রামমন্দিরের এক এবং দো’তলা তৈরি হতে ২০২৪ সালের ডিসেম্বর হতে পারে। এদিকে সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ চূড়ান্ত হয়। জানা গিয়েছে, শ্রীরামচন্দ্রের বাল্য অবস্থাকে কল্পনা করে এই মূর্তি তৈরি হয়েছে। উল্লেখ্য, যে মূর্তিটি অযোধ্যার রামমন্দিরে বসতে চলেছে, তা নির্মাণ করেছেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রামন্দিরে রামলালাকে প্রতিষ্ঠিত করতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তি, সাধুদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও ২২ জানুয়ারি আমন্ত্রিত। তবে বিজেপির সহপ্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আডবাণী এবং বর্ষীয়ান বিজেপি নেতা মুরলি মনোহর যোশীকে সেদিন ‘না আসার জন্য অনুরোধ’ জানিয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট। উল্লেখ্য, আডবীণা ও যোশীর হাত ধরেই রামমন্দির আন্দোলন ছড়িয়েছিল দেশে।

জানা গিয়েছে, ২২ জানুয়ারি দুপুরে রামলালাকে নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে। অবশ্য এর এক সপ্তাহ আগে, ১৬ জানুয়ারি থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠার’ জন্য শুরু হবে যজ্ঞ। ১৪ থেকে ২২ জানুয়ারি অযোধ্যায় পালিত হবে ‘অমৃত মহোৎসব’। এদিকে ২২ জানুয়ারির অনুষ্ঠানের পৌরহিত্য করবেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। ধরেই রামমন্দির রাম জন্মভূমি ট্রাস্ট জানিয়েছে, মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে আসা ভক্তদের জন্য ১০০৮ হুন্ডি মহাযজ্ঞ করা হবে। সেখানেই তৈরি হবে ভক্তদের জন্য প্রসাদ। এছাড়া ভক্তদের থাকার জন্য হাজার হাজার তাঁবু খাটানো হয়েছে। ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ১০ থেকে ১৫ হাজার ভক্তের জন্য আয়োজন রাখা হচ্ছে। এই আবহে স্থানীয় প্রশাসনও তৎপর হয়েছে।আন্দোলন ছড়িয়েছিল দেশে।