Suvendu Adhikari: বোমা ফেটে আহত কিশোর, ডায়মন্ড হারবার পুলিশের বিরুদ্ধে লুকানোর অভিযোগ শুভেন্দুর

ডায়মন্ড হারবার পুলিশের বিরুদ্ধে বোমা বিস্ফোরণে নাবালকের আহত হওয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ করে ‘সেরা পুলিশ জেলা’ পুরস্কার প্রাপ্তিকে কটাক্ষ করলেন তিনি। নাবালকের আহত হওয়ার ঘটনা স্বীকার করলেও সে কী ভাবে আহত হয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুবাবু লিখেছেন, ‘সাচ্চা ডায়মন্ড হারবার মডেল – ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এক সংখ্যালঘু নাবালক বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মারাত্মক জখম হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলা ‘সেরা পুলিশ জেলা’র পুরস্কার পেয়েছে কারণ ডায়মন্ড হারবার পুলিশ কার্পেটের নীচে ধুলো লুকিয়ে রাখতে সিদ্ধহস্ত। ওই ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি। আহত নাবালককে চুপিসাড়ে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও এব্যাপারে পুলিশে অভিযোগ করার মতো কিছু খুঁজে পায়নি।’

এই ঘটনায় SSKM হাসপাতালে ডায়মন্ড হারবারের এক পুলিশ আধিকারিক বলেন, একটা ঘটনায় নাবালক আহত হয়েছে। তাকে আমরা সব চেয়ে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

বলে রাখি, গত মাসেই ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে রাজ্যের সেরা পুলিশ জেলার স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন রাজ্য স্বরাষ্ট্র দফতর। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এই স্বীকৃতিলাভকে ব্যাপক আক্রমণ করেছিলেন শুভেন্দুবাবু। লিখেছিলেন, ‘কারও রাজত্বকে ঝকঝকে দেখাতে রাজ্য পুলিশের উদ্যোগে আমি আপ্লুত। ডায়মন্ড হারবার পুলিশ জেলা ‘সেরা পুলিশ জেলা’-র সম্মান পেয়েছে। কিন্তু তারা আসলে পুরস্কারের নামটা সংক্ষিপ্ত করে দিয়েছে। পুরস্কারের নাম হওয়া উচিত ছিল ‘অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের মুখ বন্ধ করতে সেরা পুলিশ জেলা’ বা ‘ভোট লুঠের মডেলের জন্য সেরা পুলিশ জেলা’ অথবা ‘বেআইনি কাজের জন্য সেরা পুলিশ জেলা’।