সোডার বোতল খুলতে গিয়ে বিপত্তি, ঢাকনা চোখে লেগে দৃষ্টিশক্তি হ্রাস পেল ক্রেতার

দুবাই থেকে ভারতে একটি দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। সোডার বোতল খুলতে গিয়ে ঢাকনা চোখে লেগে দৃষ্টিশক্তি হারাতে চলেছেন ওই ব্যক্তি। তিনি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ সোডা স্টলের মালিক বিশ্বনাথ সিংকে গ্রেফতার করেছে। আক্রান্ত ওই ব্যক্তির নাম সিদ্ধেশ সাওয়ান্ত। ঘটনাটি মুম্বইয়ের কান্দিভলির। 

আরও পড়ুন: ঠাকুরপুকুরে বাসের সংঘর্ষের জেরে একের পর এক গাড়িতে ধাক্কা, আহত ২১

জানা গিয়েছে, কান্দিভালির একটি সোডা স্টলে গিয়েছিলেন সিদ্ধেশ। সেখানে বিশ্বনাথ বোতলগুলি খুলছিলেন। তখন সিদ্ধেশের বাম চোখে ছিটকে গিয়ে আঘাত করে বোতলের ঢাকনা। আসলে সিদ্ধেশ তার বন্ধু এবং পরিবারের সঙ্গে বড়দিন ও নববর্ষের ছুটি কাটাতে গত ২৩ ডিসেম্বর মুম্বই এসেছিলেন। ৬ জানুয়ারি বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। আড্ডা দেওয়ার পর এবং কয়েকটি জায়গায় ঘুরে দেখার পরে দলটি খাওয়ার জন্য কান্দিভলির মহাবীর নগরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এফআইআর অনুসারে, সিদ্ধেশ বন্ধুদের সঙ্গে একটি সোডা স্টলে তিনটি সোডার অর্ডার দিয়েছিলেন। মালিক সোডার বোতলগুলি খোলার আগে জোরে জোরে নাড়াচ্ছিলেন।  দুটি বোতল খুলে ফেলে মালিক। এরপর তৃতীয় বোতল খুলতেই ঘটে বিপত্তি। খোলার সময় সোডার বোতলের ধাতব ঢাকনা উড়ে গিয়ে সিদ্ধেশের বা চোখে আঘাত করে। ঘটনায় সিদ্ধেশের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং তিনি ঝাপসা দেখতে শুরু করেন। তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন। তার বন্ধুরা তাকে দ্রুত কান্দিভালির একটি চক্ষু হাসপাতালে নিয়ে যান। তিনি ২০ মিনিটের মধ্যে চিকিৎসা পরিষেবা পান।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের বাম চোখের দৃষ্টি প্রভাবিত হয়েছে এবং কখন তার দৃষ্টি পুরোপুরি স্বাভাবিক হবে তা জানতে তাকে আরও কয়েকটি পরীক্ষা করতে হবে। তাকে চশমা পরতে হবে। তিনি বলেন, ‘আমার দুবাই ফেরার বিমান ঘণ্টার মধ্যে নির্ধারিত ছিল। এটি বাতিল করা ছাড়া আমার কোন বিকল্প ছিল না। স্টলের মালিক ক্ষমা চেয়েছিলেন এবং আমাকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি তার কাছ থেকে কোনও অর্থ গ্রহণ করতে চাই না। কারণ তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে আঘাত করেননি।’ কান্দিভলি পুলিশ ৭ জানুয়ারি ভারতীয় দণ্ডবিধির ৩৩৭ ধারার অধীনে সিংয়ের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে  তাকে গ্রেফতার করেছে।