Sandeshkhali Attack: সন্দেশখালিতে রোহিঙ্গাদের ডেকে আনতে মায়ানমার গিয়েছিলেন শেখ শাহজাহান

ইডির ওপর হামলায় মূল অভিযুক্ত তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য এল ইডি সূত্রে। তদন্তকারীদের দাবি, রোহিঙ্গাদের সাহায্য করতে মায়ানমার গিয়েছিল শেখ শাহজাহান। সেখানে বাংলাদেশি টাকায় তাদের বিপুল ধানধ্যান করে সে। এমনকী ভারতে রোহিঙ্গাদের বসতি গড়তে সন্দেশখালির ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর টাকা তোলে শাহজাহান ও তার অনুগামীরা।

ইডির তরফে জানানো হয়েছে, শাহজাহানের পাসপোর্টের তথ্য থেকে জানা গিয়েছে, ২০১৭ সালে মায়ানমারে জঙ্গি বিরোধী অভিযান চলাকালীন সেখানে গিয়েছিল শেখ শাহজাহান। ২০১৭ সালের ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মায়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে ছিল সে। রাখাইন প্রদেশে রাথেডাউং ও সিনটেন মাও এলাকায় দেখা গিয়েছিল শাহজাহানকে। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠকও করেছিল এই তৃণমূল নেতা। রোহিঙ্গাদের ‘কল্যাণে’ বাংলাদেশি টাকায় প্রচুর দান ধ্যান করেছিল সে।

ইডির গোয়েন্দারা জানাচ্ছেন, মায়ানমার থেকে ফিরেই সন্দেশখালিতে রোহিঙ্গা বসতি গড়ে তোলার পরিকল্পনা করতে থাকে শাহজাহান। সেজন্য সরবেড়িয়া বাজারে ব্যবসায়ীদের থেকে একপ্রকার গায়ের জোরে টাকা তুলতে শুরু করে সে। নাম দেয়, রোহিঙ্গা সংগ্রামী তহবিল। সেজন্য সরবেড়িয়া বাজারে একটি বাক্সও রাখা হয়। তাতে প্রচুর টাকা জমা পড়ে। পরে তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে বাক্স সরিয়ে নেয় শাহজাহানের অনুগামীরা।

গোয়েন্দারা জানাচ্ছেন, ওই তহবিলের টাকায় মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একাংশকে চোরা পথে ভারতে অনুপ্রবেশ করানো হয়। তার পর তাদের বসতি গড়ে দেয় শাহজাহান। তাদের ভারতীয় পাসপোর্ট ও রেশন কার্ডের ব্যবস্থা হয় ওই টাকায়।