বছরের পয়লা ছবি: নিস্তেজ প্রচারণা, হতাশ-ক্ষুব্ধ নায়ক!

ফেলে আসা ডিসেম্বরের মাঝামাঝিতে হঠাৎ একটি পোস্টার শেয়ার করেন চিত্রনায়ক সাইমন সাদিক। মুখে খোঁচা দাড়ি, চোখে কালো সানগ্লাস, শৃঙ্খলহীন অবয়বে ধরাচ্ছেন সিগারেট। মুহূর্তেই পোস্টারটি আকর্ষণ করে নেটিজেনকে। আগ্রহ জন্মে ছবিটি ঘিরে। যেটার নাম ‘শেষ বাজি’।

কিন্তু ওই উচ্ছ্বাস-উত্তেজনা নিস্তেজ হতে বেশি সময় লাগেনি। আর মুক্তির নিকটে এসেও কাটেনি ছবিটির নিষ্প্রাণ দশা। এটি নিয়ে তেমন কোনও প্রচারণাই করছেন না সংশ্লিষ্টরা। আর এই বিষয় নিয়েই হতাশ, ক্ষুব্ধ নায়ক সাইমন। কারণ, তার প্রত্যাশা ছিল নতুন বছরের প্রথম ছবি হিসেবে ‘শেষ বাজি’ দর্শককে আকৃষ্ট করবে। কিন্তু দর্শকের নাগাল পর্যন্ত ছবিটিকে পৌঁছাতে যেন চেষ্টাই করছেন না সংশ্লিষ্টরা।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপে ক্ষুব্ধ সুরেই সাইমন বললেন, ‘এটা আমার সবচেয়ে দ্রুত শেষ করে সেন্সর পাওয়া ছবি। পুরো টিম খুব আগ্রহ নিয়ে, পরিশ্রম দিয়ে কাজটি করেছি। এরপর যখন প্রথম পোস্টার এলো, দারুণ রেসপন্স ছিল। কিন্তু এরপর থেকে আর কোনও খবর নেই! একদম অপেশাদার একজন প্রযোজক। ছবির প্রচার-প্রচারণা নিয়ে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। দেখুন, একটা ছবি মানুষ কখন দেখতে আসে? যখন সেটা সম্পর্কে জানতে পারে। দর্শকের কাছে তো আগে খবরটা পৌঁছাতে হবে। আফসোস, ভালো কাজের খবর দর্শকের নাগালে যাচ্ছে না।’

তবু ছবিটির প্রতি নিজের ভালোলাগা থেকে প্রচারণা চালাচ্ছেন সাইমন। পোস্টার-ট্রেলার শেয়ার করে অনুসারীদের জানাচ্ছেন, আবার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন। তার প্রত্যাশা, ‘ছবিটি ভালো হয়েছে। তাই দর্শককে আহ্বান জানাবো, তারা যেন হলে আসেন। দেখলেই বুঝতে পারবেন ছবিটা আসলে ভালো হয়েছে।’

এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ডের এই ঝলক থেকে ছবির গল্প কিছুটা অনুমান করা যায়। এর গল্প এগিয়েছে জুয়া খেলাকে ঘিরে। জুয়ার নেশা আর সেই নেশায় আসক্ত হয়ে ঘরের জিনিসপত্র বিক্রি থেকে শুরু আপনজনকে বিনিময়ের বিষয়টিও উঠে আসে এতে।

‘শেষ বাজি’ পরিচালনা করেছেন মেহেদী হাসান। এতে সাইমনের সঙ্গে অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, শিবলী, সুব্রত, সাবেরী আলম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। আগামী ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।

ট্রেলার: