লোহিত সাগরে হামলায় চাপে পড়তে পারে যুক্তরাজ্যের অর্থনীতি

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইরানপন্থি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় চাপে পড়তে পারে যুক্তরাজ্যের অর্থনীতি। শুক্রবার (১২ জানুয়ারি) চলমান আক্রমণে উদ্বেগ প্রকাশ করে এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লোহিত সাগরে হুথিদের ক্রমাগত আক্রমণে সংশয় প্রকাশ করে যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, কার্গো চলাচলের ব্যাঘাতে যদি ট্যাঙ্কার চলাচলে সমস্যা হয় তবে বিশ্ব অর্থনীতিতে আরেকটি জ্বালানি সংকট আসতে পারে। ব্রিটেনের অর্থ মন্ত্রণালয় অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০ ডলার এবং প্রাকৃতিক গ্যাসের মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি করেছে।

আন্তর্জাতিকভাবে তেলের মূল্য তালিকা অনুসারে শুক্রবার দেখা গেছে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি দুই শতাংশ বেড়ে প্রায় ৮৯ ডলার হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে অপরিশোধিত তেলের দাম দুই দশমিক এক শতাংশ বেড়ে প্রায় ৭৪ ডলার হয়েছে৷

লোহিত সাগরে হামলার কারণে ইউরোপীয় বৈদ্যুতিক গাড়ির কারখানায় টেসলার উৎপাদন বন্ধ স্থগিত রয়েছে। কারখানাটি বলেছে, ঠিকমতো জ্বালানি সরবরাহ না হওয়ায় এমন সংকট তৈরি হয়েছে।

শিপিং জায়ান্ট মারস্কের প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক বলেন, লোহিত সাগরের সংঘাতের প্রভাব ইতোমধ্যে ভোক্তা পর্যন্ত গড়িয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজে হামলা করে আসছে হুথিরা। তাদের হামলা বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবও পাস হয়েছে।

তারপরও বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে করে গাজায় চলমান হামাস-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।