Ranji Trophy: Uttar Pradesh All Out At 60, Bengal Ended Day 1 At 95/5, Day 1 Highlights

সন্দীপ সরকার, কলকাতা: সারাদিনে খেলা হয়েছে মাত্র ৪৮.৫ ওভার। আর তাতেই ১৫ উইকেটের পতন। কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছিল পৌনে দু’দিনে। কানপুরের গ্রিন পার্কে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা বনাম উত্তর প্রদেশ (BEN vs UP) ম্যাচেও কি দুদিনের মধ্যেই হয়ে যাবে ফয়সালা?

সকাল থেকে কুয়াশার চাদর। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। পেস বোলারদের জন্য যেন স্বর্গরাজ্য। বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি বৃহস্পতিবারই বলেছিলেন, টস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে। হলও তাই। কুয়াশার জন্য ম্যাচ নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। খেলা শুরু হল প্রায় লাঞ্চের পর। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

বাইশ গজের সঙ্গে মাঠকে আলাদা করা যাচ্ছিল না, এতটাই সবুজ উইকেট। আর সেই পিচে ভেল্কি দেখালেন বাংলার পেসাররা। উত্তর প্রদেশ ইনিংস শেষ মাত্র ২০.৫ ওভারে। স্কোরবোর্ডে মাত্র ৬০ রান তুলে। সর্বোচ্চ স্কোর? ওপেনার সমর্থ সিংহের ১৩ রান। এছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন আর মাত্র দুই ক্রিকেটার। ওপেনার আরিয়ান জুয়াল করেছেন ১১ রান। অধিনায়ক নীতীশ রানাও করেছেন ১১। বাংলার বোলারদের মধ্যে সেরা মহম্মদ কাইফ। যিনি ভারতের তারকা পেসার মহম্মদ শামির ভাই। ৫.৫ ওভারে মাত্র ১৪ রান খরচ করে নিলেন ৪ উইকেট। এই ম্যাচে রঞ্জি অভিষেক হল সূরজ সিন্ধু জয়সওয়ালের। যে খবর বৃহস্পতিবারই জানিয়েছিল এবিপি লাইভ বাংলা। অভিষেকের মঞ্চেই বল হাতে নিজের প্রতিভার পরিচয় দিলেন সূরজ। ৮ ওভারে মাত্র ২০ রান খরচ করে নিলেন ৩ উইকেট। ২ উইকেট ঈশান পোড়েলের।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাও অবশ্য বেসামাল অভিজ্ঞ এক পেসারের বলের ধারে। তিনি, ভুবনেশ্বর কুমার, ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে নেমেছেন। বাংলার ব্যাটিংকে একা হাতে চাপে ফেলে দিলেন। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২৮ ওভারে ৯৫/৫। ৫টি উইকেটই নিয়েছেন ভুবি। ১৩ ওভারে তিনটি মেডেন-সহ মাত্র ২৫ রান খরচ করে। ক্রিজে রয়েছেন ওপেনার শ্রেয়াংশ ঘোষ (৩৭ ব্যাটিং) ও কর্ণ লাল (৮ ব্যাটিং)। সব মিলিয়ে বাংলা ৩৫ রানের লিড নিয়েছে।

বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্ল কানপুর থেকে ফোনে বললেন, ‘ম্যাচের এখনও অনেক বাকি। শুধু এটুকু বলতে পারি, প্রথম দিনটা ভাল গিয়েছে। আমরা ওপেনিং সমস্যায় ভুগেছি গত মরশুমে। এবার দুই নতুন ওপেনারই ভাল খেলছে। সৌরভ পাল আগের ম্যাচে বড় ইনিংস খেলেছে। এই ম্যাচে শ্রেয়াংশ কঠিন পিচে দারুণ খেলল। এই উইকেটে ওপেনিং জুটি ৩২ রান যোগ করছে, ওদের কৃতিত্ব প্রাপ্য।’ শনিবারের লক্ষ্য কী? লক্ষ্মী বলছেন, ‘প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। যতক্ষণ পারা যায় ব্যাট করতে হবে।’

আরও পড়ুন: কাঁধের সাহায্যে ব্যাটিং, পায়ের সাহায্যে বোলিং, প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে লড়াই আমিরের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে