ঘন কুয়াশায় নামতে পারল না গুয়াহাটির উড়ান, পাঠানো হল ঢাকায়, ৯ ঘণ্টা আটকে বিমানেই

মুম্বই থেকে গুয়াহাটিগামী উড়ান জরুরি ভিত্তিতে অবতরণ করল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঘন কুয়াশার কারণে বিমানটি অসমের গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বাধ্য হয়ে সেখান থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। ফলে স্বাভাবিকভাবেই বিমানে উপস্থিত যাত্রীরা পাসপোর্ট, ভিসা ছাড়াই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ফলে দীর্ঘক্ষণ ধরে বিমানের মধ্যেই বসে থাকতে হয় যাত্রীদের। অন্য উড়ানের সাহায্যে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মাঝ আকাশে ইঞ্জিনে আগুনের আতঙ্ক, জরুরি ভিত্তিতে মুম্বইয়ে অবতরণ করল বিমান

সূত্রের খবর, বিমানটি রাত সাড়ে ৮টার সময় মুম্বই বিমানবন্দর থেকে ছাড়ে এবং সেটি গুয়াহাটিতে অবতরণ করার কথা ছিল রাত সাড়ে ১০টা নাগাদ। কিন্তু, ঘন কুয়াশার কারণে বিমান সেখানে অবতরণ করতে পারেননি চালক। পরে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে অবশেষে ঢাকা বিমানবন্দরে সেটি অবতরণ করা হয়। কোনও পাসপোর্ট, ভিসা না থাকায় বিমানের মধ্যেই থাকেন যাত্রীরা। প্রায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে বিমানের মধ্যে থাকেন যাত্রীরা। সেক্ষেত্রে অন্য একটি উড়ানের মাধ্যমে যাত্রীদের কলকাতায় আনা হবে বলে জানা যাচ্ছে। যদিও কত সময় লাগবে বা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে কিনা সে বিষয়টি এখন নির্দিষ্ট করা হয়নি এয়ারলাইন্সের তরফে। তবে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

তাঁদের বক্তব্য, ভারতে গুয়াহাটির আশেপাশে অনেক বিমানবন্দর রয়েছে সেক্ষেত্রে কাছাকাছি কলকাতা বা অন্য কোনও বিমানবন্দরে অবতরণ কেন করা হল না? তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেক্ষেত্রে তাঁদের বক্তব্য, ভারতে কোথাও বিমান অবতরণ করলে তারা অনায়াসে সড়ক পথে গন্তব্যস্থলে পৌঁছতে পারতেন। কিন্তু, ঢাকায় অবতরণের ফলে পাসপোর্ট, ভিসা না থাকার কারণে তাঁরা তা পারছেন না। এর ফলে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ তাঁদের বিমানের মধ্যেই থাকতে হয়।

মুম্বই যুব কংগ্রেসের প্রাক্তন প্রধান সুরজ সিং ঠাকুর ওই বিমানেই যাচ্ছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, তাঁর মুম্বই থেকে গুয়াহাটি যাওয়ার উড়ান ঢাকায় অবতরণ করেছে। তিনি লেখেন, ‘আমি মুম্বই থেকে গুয়াহাটিতে ইন্ডিগোর ৬ই৫৩১৯ বিমানে যাচ্ছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে  বিমানটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরিবর্তে এটি ঢাকায় অবতরণ করেছে।’ বানে থাকা সকল যাত্রী পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছিলেন বলে তিনি জানান। তিনি। আরও জানান, ‘যাত্রীরা এখনও বিমানের ভিতরেই রয়েছেন। আমি এখন ৯ ঘণ্টা ধরে বিমানের ভিতরে আটকে আছি। আমি ভারত জোড়ো যাত্রার জন্য মণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। দেখা যাক কখন আমি গুয়াহাটি পৌঁছব এবং তারপর ইম্ফলের উদ্দেশ্যে উড়ে যাব।’