Mohammed Shami, Ishan Kishan Not Included, Dhruv Jurel Gets Maiden Call Up As India Announce Squad For 2 Tests Vs ENG

মুম্বই: ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ের প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করে দিল বিসিসিআই। ১৬ জনের দলে বড় চমক বলতে ধ্রুব জুরেল (Dhruv Jurel)। প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তরুণ কিপার-ব্যাটার। দলে রয়েছেন বাংলার মুকেশ কুমারও। তবে মহম্মদ শামি দলে নেই। ঈশান কিষাণকে এই দুই টেস্টের দলে রাখা হয়নি। 

তিন উইকেট-কিপার ব্যাটার, চার স্পিনার এবং চার ফাস্ট বোলার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে শ্রেয়সের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি সুযোগ পেয়েছেন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ২২ গজের কিংবদন্তি, চেখে দেখলেন নলেন গুড়ের রসগোল্লা, কাবাব, বাংলার রসনাতৃপ্তিতে মুগ্ধ লয়েড