Sumit Nagal Reaches Australia Open 2024 Main Round, After A Gap Of Three Years

মেলবোর্ন: রোহন বোপান্না সাম্প্রতিক সময়ে গ্র্যান্ড স্ল্যাম ডাবলসের ফাইনালে পৌঁছলেও, বিগত তিন বছর অন্তত স্ল্যামে ভারতীয় সিঙ্গেলস তারকাদের সময়টা খুবই খারাপ কেটেছে। তবে অবশেষে তিন বছর পর গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গেলস বিভাগে এক ভারতীয় তারকাকে কোর্টে নামতে দেখা যাবে। অস্ট্রেলিয়ান ওপেনের (Australia Open 2024) তৃতীয় এবং অন্তিম কোয়ালিফাইং রাউন্ডে অ্যালেক্স মোলকানকে স্ট্রেট সেটে হারিয়ে স্ল্যামের মূলপর্বে নিজের জায়গা পাকা করলেন সুমিত নাগাল (Sumit Nagal)।

২০২১ সালে শেষবার ওয়াইল্ড কার্ড হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিলেন নাগাল। তারপর সেই বছরেরই পরের দিকে চোটে কোর্টের বাইরে দীর্ঘদিন কাটাতে হয় নাগালকে। করাতে হয় অস্ত্রোপ্রচারও। নিজের ছন্দ খুঁজে পেতে নাগালের দীর্ঘ সময় লাগে। গত বছরের শুরুতে তো পুরুষ সিঙ্গেলস খেলোয়াড়দের প্রথম ৫০০ জনের মধ্য়েও ছিলেন না নাগাল। তবে দুই চ্যালেঞ্জার জয় তাঁকে ব়্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে দেয়। বর্তমান বিশ্বের ১৩৯ নম্বর সিঙ্গেলস তারকা প্রমাণ করে দিলেন যে তিনি ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন। মোলকানকে ৬-৪, ৬-৪ স্কোরলাইনে স্ট্রেট সেটে হারানোটা তারই পরিচয়বাহক। 

 

ম্যাচ জিতেই নাগালের মুখে চোট সারিয়ে কোর্টে ফেরার লড়াইয়ের কথা। ২৬ বছর বয়সি তারকা ম্যাচ শেষে বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামের মূলপর্বে ফিরতে পেরে তো ভালই লাগছে। এখনে পৌঁছনোর জন্য আমায় প্রচুর খাটা খাটনি করতে হয়েছে। এমন থমকে থমকে এগোনাটো তো কোনও টেনিস খেলোয়াড়ের জন্যই আদর্শ নয়। তবে ওই পর্যায়ে লড়াই করা ছাড়া আমার কাছে আর কোনও বিকল্পও ছিল না। ওই বছরগুলি আমাকে আরও শক্তিশালী এবং বুদ্ধিমান করে তুলেছে। তো দিনেরশেষে আমার মনে হয় ওই দিনগুলো আমায় আদপে মদতই করেছে।’

বিশ্বের ৩১ নম্বর পুরুষ সিঙ্গেলস তারকা অ্যালেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বের প্রথম রাউন্ডে খেলতে নামবেন সুমিত নাগাল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: এখনও সারেনি শামির চোট, ইংল্য়ান্ডের সিরিজ়ের আগে আহত আরেক ভারতীয় ফাস্ট বোলার