IPS Sanjay Kundu: স্বস্তি পেলেন IPS সঞ্জয় কুণ্ডু, হিমাচলপ্রদেশ পুলিশের ডিজি পদে বহাল রাখল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন হিমাচল প্রদেশের আইপিএস অফিসার সঞ্জয় কুণ্ডু। তাঁকে হিমাচলপ্রদেশ পুলিশের ডিজি পদ থেকে অপসারণ করে প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হিমাচল হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এরফলে হিমাচলপ্রদেশ পুলিশের ডিজি পদে বহাল থাকছেন সঞ্জয় কুণ্ডু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ হিমাচলপ্রদেশ হাইকোর্টের ৯ জানুয়ারির আদেশ বাতিল করেছে।

আরও পড়ুন: মহিলা IPS-কে যৌন হেনস্থা, তামিলনাড়ুর প্রাক্তন ডিজিপির তিন বছরের জেল

মামলার বয়ান অনুযায়ী, হিমাচলপ্রদেশ হাইকোর্ট আইপিএস অফিসার সঞ্জয় কুণ্ডুকে ডিজিপি পদ থেকে এবং আইপিএস অফিসার শালিনী অগ্নিহোত্রীকে কাংড়ার পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর হাইকোর্টের নির্দেশে হিমাচলপ্রদেশ সরকার সঞ্জয় কুণ্ডুকে ডিজিপি পদ থেকে সরিয়ে আয়ুষ বিভাগে প্রিন্সিপ্যাল সেক্রেটারি হিসেবে নিয়োগ করে। ৩ জানুয়ারি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান সঞ্জয়। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আইপিএস অফিসার সঞ্জয় কুণ্ডুর বক্তব্য শোনার এবং দুই সপ্তাহের মধ্যে শুনানি শেষ করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাইকোর্ট সঞ্জয় কুণ্ডুর বক্তব্য শোনে এবং তাঁকে পদ থেকে অপসারণ করার নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়াও হিমাচলপ্রদেশ হাইকোর্ট রাজ্য সরকারকে পরামর্শ দেয়, এই মামলায় একটি বিশেষ তদন্ত দল গঠন করে তদন্ত করা যেতে পারে। যার নেতৃত্বে একজন আইজি পদমর্যাদার কর্মকর্তা থাকবেন।

এরপর হিমাচলপ্রদেশ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আইপিএস অফিসার সঞ্জয় কুণ্ডু আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের আদেশ বাতিল করে। প্রসঙ্গত উল্লেখ্য, সঞ্জয় কুণ্ডু ২০২৪ সালের এপ্রিল মাসে অবসর নিতে চলেছেন। এমতাবস্থায় তিনি সসম্মানে তাঁর পদ থেকে অবসর চান।

ডিজিপি পদ থেকে অপসারণের পর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছিলেন, যে তাঁকে পদ থেকে সরানো হয়নি, সরকার তাঁর পদোন্নতি করেছে। বর্তমানে হিমাচলপ্রদেশ পুলিশের ডিজির দায়িত্বে রয়েছেন আইপিএস অফিসার সতওয়ান্ত অটওয়াল ত্রিবেদী। সরকার ২ জানুয়ারি থেকে তাঁকে হিমাচলপ্রদেশ পুলিশের ডিজির অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।