When And Where To Watch IND Vs AFG Match Live 2nd T20?

ইন্দোর: প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে দুরন্ত জয় এসেছে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আগের ম্যাচের রোহিত শর্মা ফিরেছেন জাতীয় দলে। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন বিরাট কোহলিও। শনিবার অনুশীলনেও বেশ স্বমহিমায় দেখা গিয়েছে কিং কোহলিকে। 

কাদের ম্যাচ?

আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত বনাম আফগানিস্তান মুখোমুখি হবে

কোথায় খেলা?

ম্য়াচটি ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ

প্রথম টি-টােয়েন্টি ম্যাচে খেলেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ইন্দোর স্টেডিয়ামে মাঠে নামতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। আসলে যেদিন ম্যাচ ছিল ভারতের, সেদিনই বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ছিল। বোর্ডের তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো না হলেও জানা গিয়েছে মেয়ের জন্মদিনে পাশে থাকবেন বলেই বিরাট ছুটি চেয়ে নিয়েছিলেন। শনিবার অনুশীলনে বিরাটকে দেখা গেল বেশ কিছুক্ষণ রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে। 

আগের ম্যাচে রোহিত শর্মা কামব্যাক করেছিলেন টি-টোয়েন্টিতে। কিন্তু রান আউট হয়ে দ্রুত ফিরতে হয় তাঁকে। অন্য়দিকে কুঁচকির চোটের জন্য জয়সওয়াল খেলেননি। রবিবারের ম্যাচে জয়সওয়াল ফেরেন কি না তা দেখার বিষয়ে। সেক্ষেত্রে কার বদলে খেলবেন তা নিয়ে মাথাব্য়থা বাড়বে ম্য়ানেজমেন্টের। এমনিতে বিরাট খেললে একজনকে বসতে হবে বেঞ্চে। আফগানিস্তান শিবির অবশ্য রশিদ খানকে ছাড়াই হয়ত নামবে রবিবারের ম্যাচেও। 

শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল বিরাট কোহলিকে। প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার মূল্যের বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৪৫০ গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখান থেকেই ইন্দোর উড়ে গেলেন তিনি। বিমানবন্দরে উপস্থিত চিত্র সাংবাদিকদের নজর কেড়ে নেয় কোহলির সঙ্গে তাঁর বাহনও। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল কিং কোহলিকে। আগামীকালের ম্যাচে যদি মাঠে নামেন তিনি, তাহলে প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে খেলতে দেখা যাবে তাঁকে।