Amazon’s Great Republic Day Sale: চলে এসেছে অ্যামাজনের ‘গ্রেট রিপাবলিক ডে সেল’! কোন কোন জিনিসে পাবেন আকর্ষণীয় ছাড় – Amazon’s ‘Great Republic Day Sale’ is here

নতুন বছর শুরু হয়ে দু’সপ্তাহ কেটে গেল। নতুন বছর ২০২৪-এ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে বিভিন্ন রকমের পণ্যে আকর্ষণীয় সব অফার। ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুরু হয়ে গেছে আমাজনের ‘গ্রেট রিপাবলিক ডে সেল’। বিভিন্ন রকমের ভালো মানের বৈদ্যুতিক পণ্য  অত্যন্ত কম দামে পাওয়ার জন্য এই সেল গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয়। অনেক মানুষ আছেন যারা সারা বছর ধরে অর্থ সঞ্চয় করে অপেক্ষা করেন এইরকম সুযোগের জন্য। সমস্ত রকমের গ্রাহকদের চাহিদা এবং আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই সেলে বিভিন্ন রকমের পণ্যের ওপর আকর্ষণীয় ছাড়। যেমন টিভি, মোবাইল, আকর্ষণীয় ঘড়ি-সহ বাড়িতে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্র, এছাড়াও বিভিন্ন রকমের সৌন্দর্য বর্ধনকারী পণ্য।

তালে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি তালিকা তৈরি করুন কী কী কিনবেন আর আমাজনের এই দুর্দান্ত সেলের মাধ্যমে অনেক দিনের জমানো শখ সব পূরণ করুন। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং কনজিউমার ইলেকট্রনিক্স সহ অনেক প্রোডাক্ট ক্যাটাগরিতেই ছাড় দেওয়া হচ্ছে । নতুন স্মার্টফোন কেনার ইচ্ছে থাকলে এটাই তবে সুবর্ণ সুযোগ। আাপনি পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে, নতুন ফোনে আকর্ষণীয় ছাড় পেতে পারেন। অ্যামাজন-এর সেলে ওয়ানপ্লাস (Oneplus), স্যামসাং (Samsung), ভিভো (Vivo),  টেকনো (Tecno) এবং অন্যান্য অনেক ব্র্যান্ডের স্মার্টফোনে ছাড় পাওয়া যাচ্ছে।

গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ক্রেডিট কার্ড এবং ইএমআই (EMI) পেমেন্টে স্মার্টফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পেতে পারেন। এছাড়া ই-কমার্স সাইটে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলের ল্যান্ডিং পেজে ছাড়ের বিষয় জানানো হয়েছে। পেজের তথ্য অনুযায়ী বিভিন্ন কোম্পানির মোবাইল পাওয়া যাবে ৪০ শতাংশ ছাড়ে এছাড়াও ফোনের কভার, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, হেডসেট এবং মোবাইল প্রজেক্টর সহ স্মার্টফোনের আনুষাঙ্গিকগুলিও সেল চলাকালীন বিশেষ মূল্যে পাওয়া যাবে।এই ছাড়াও ছাড়াও গ্রাহকদের প্রিয় গ্যাজেটগুলির দাম আরও কমানোর অন্যান্য উপায় রয়েছে, যেমন – বিভিন্ন ব্যাঙ্ক অফার। তাহলে আর অপেক্ষা কীসের! বছরের শুরুটা হোক জমজমাট।