IND vs AFG T20I: Virat Kohli urges security personnel to show kindness to fan at Indore

ইনদওর: তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। পায়ে হাত দিয়ে প্রণামও করেন প্রিয় নায়ককে। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে। তবে ভক্তকে রেয়াত করেননি নিরাপত্তারক্ষীরা। দৌড়ে এসে তাঁকে পাকড়াও করেন।

যদিও সেই ভক্তকে যাতে সহানুভূতির সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, সেই আবেদন করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আর তাতেই জিতে নিয়েছেন সকলের হৃদয়।

ঘটনাটি রবিবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান (IND vs AFG) ম্যাচের। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। তিনি কোহলির পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আলিঙ্গনও করেন প্রিয় নায়ককে। তারপরই তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। যদিও কোহলি হস্তক্ষেপ করেন। নিরাপত্তারক্ষীদের আর্জি জানান, যেন সহানুভূতির সঙ্গে ওই ভক্তকে বার করে নিয়ে যাওয়া হয়।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কোহলি ভক্ত ওই যুবকের হাতে ম্যাচের টিকিট ছিল। নরেন্দ্র হিরওয়ানি গেট দিয়ে তিনি মাঠে প্রবেশ করেছিলেন। গ্যালারির বেড়া টপকে তিনি মাঠের ভিতর ঢুকে পড়েছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

হেসেখেলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও (T20 Match) ৬ উইকেটে জিতে নিল ভারতীয় দল। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট খুঁইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান ১৫.৪ ওভারেই তুলে নিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। ২৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা বিরাট কোহলি (Virat Kohli)। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। ২০১৯ সালের জুন মাসের পর থেকে ঘরের মাঠে নেমে ১৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। তার মধ্যে ১৩টি সিরিজে জয় ও ২টো সিরিজ ড্র করেছে তারা। অর্থাৎ গত চার বছরে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন: খারাপ আবহাওয়ায় শেষ দিন খেলাই হল না, মুঠোয় থাকা ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরছে বাংলা

আরও দেখুন