Milan Fashion Week 2024: মিলান ফ্যাশন উইকে প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!

২০২৩ সাল যদি নারীদের জন্য প্যান্টবিহীন প্রবণতার বছর হয়, তবে ২০২৪ সালে পুরুষরা প্যান্টবিহীনতার পথ বেছে নিতেই পারে, অন্তত মিলান ফ্যাশন উইক মেনস এ/ডব্লিউ ২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। জোনাথন অ্যান্ডারসন তাঁর পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন যা তাঁরা তাঁদের কালো অন্তর্বাসের উপরে পরেছিলেন। তিনি ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।

মিলান ফ্যাশন উইকে প্যান্টবিহীন ভাবে হাঁটলেন পুরুষরা

জোনাথন অ্যান্ডারসন তাঁর মডেলদের এদিন কোনও প্যান্ট পরাননি। বরং এদিন তার বদলে তাঁদের কালো প্যান্টিহোজ পরিয়েছিলেন কালো অন্তর্বাসের উপর। আর উপরে পরিয়েছিলেন আজকালকার ট্রেন্ডে থাকা ওভারসাইজ শার্ট।

আরও পড়ুন: অমিতাভের হাতে সদ্যই অস্ত্রোপচার হয়েছে! সত্য প্রকাশ্যে এনে কী জানালেন অক্ষয় কুমারকে?

আরও পড়ুন: ‘আমি তো তোমাকেই…’ নূপুরের বাহুডোরে ইরা, রিসেপশনের পরই স্ত্রীর জন্য কী লিখলেন আমিরের জামাই?

এদিনের এই শোয়ের ব্যাকগ্রাউন্ডও ছিল নজর কাড়া। নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল সেখানে। গোটা সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিল। আর এই কাল্পনিক কালেকশনের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ড যে জরুরি ছিল সেটা বলাই বাহুল্য। অত্যন্ত রঙিন ছিল এদিনের এই ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড। এটি যেমন কোজি ছিল তেমনই একটু অন্যধারার ছিল।

আরও পড়ুন: অনুরাগের মুখে অ্যানিম্যাল পরিচালকের স্তুতি শুনে ক্ষুব্ধ তাঁরই ঘনিষ্ঠরা! কী বলছেন বরুণ গ্রোভার-নীরজ ঘেওয়ান?

এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! হ্যাঁ, ঠিকই পড়লেন, গাউন পরে সঙ্গে ব্যাগ নিয়ে হেঁটেছেন। কেউ আবার কেবল প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হাঁটেন।