রাজ্য শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় পরিদর্শক দলের

শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য, সর্বত্রই রাজ্য-কেন্দ্র সংঘাতের আবহে এ যেন এক ব্যতিক্রমী খবর। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা এবং তার পরিকাঠামোর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। গত ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ঘুরে ঘুরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ পরিদর্শনকারী দল পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের বিদ্যালয়ে গুলি ঘুরে ঘুরে বিশদে পরিদর্শক করে। সবশেষে রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি পরিদর্শন করে কেন্দ্রীয় পরিদর্শন দলের সদস্যরা। আর এই পরিদর্শনের পরই স্কুলের ভিজিটর বুকে স্কুলগুলির প্রশংসা করে কেন্দ্রীয় টিমের সদস্যরা।

রাজ্যের প্রাথমিক ও মধ্য শিক্ষাব্যবস্থার এই রেজাল্টে স্বভাবতই খুশি রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্য সরকারের শিক্ষা দফতর সকলেই। পরিকাঠামোর জন্য কোথাও প্রশংসা করা হয়েছে তো কোথাও স্কুলের ল্যাবরেটরি থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের আচরণ, পড়ানোর পদ্ধতির ভুয়সী প্রশংসা করেছে পরিদর্শক দল। কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল ‘এ প্লাস’ নম্বর দিয়েছেন ছাতনা, শালতোর, খাতরা, রানীবাদ, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাঙার মত ব্লকগুলির বিদ্যালয় পরিদর্শন করে। কেন্দ্রীয় দল পরিদর্শন করার পরেই রাজ্যের স্কুলগুলি সম্পর্কে কেন্দ্রীয় দফতর চিঠি পাঠায় রাজ্যকে।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ঠিক আগেই বিভিন্ন জায়গায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় দল রাজ্যে পরিদর্শন করতে এসেছিল। সেই বার একাধিক সদস্য নিয়ে কেন্দ্রীয় টিম, রাজ্য শিক্ষা ব্যবস্থা পরি দর্শনে এলেও রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যৌথ পরিদর্শনকারী দল রাজ্যের মতামত না নিয়েই রিপোর্ট তৈরি করেছে। সেই বিষয়টি এখনও নিষ্পত্তি না হলেও কেন্দ্রীয় দলের এবারের পর্যবেক্ষণে ‘এ প্লাস’ নম্বর পেয়ে আপাতত সন্তুষ্ট রাজ্য সরকার। প্রসঙ্গত আগামী শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় সরকার চালু করছে জাতীয় শিক্ষানীতি। রাজ্যের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্য শিক্ষানীতি ঘোষণা করলেও বাস্তবে তার রূপরেখা জাতীয় শিক্ষানীতির আশেপাশেই। কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় পরিদর্শক দলের রিপোর্ট রাজনৈতিক ও প্রশাসনিক সম্পর্কের দিক থেকে এক অন্য মাত্রা যোগ করল।