Arshdeep Singh: | অর্শদীপের নতুন বল

বেঙ্গালুরু: ভারতের সীমিত ওভার দলের অঙ্গ তিনি। সাম্প্রতিক সময়ে দলের ‘ডেথ ওভার’ বিশেষজ্ঞ হিসাবে বুমরার পাশাপাশি তাঁর নামও শোনা যায়। ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা পাননি অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। তবে এ বছরের শেষের দিকেই আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভারতীয় দলে জায়গা পাওয়ার বড় দাবিদার তিনি। বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি নিজের বোলিংয়ে এক নতুন অস্ত্র যোগ করার লক্ষ্যে অর্শদীপ? কী সেই নতুন অস্ত্র?

বাঁ-হাতি তারকা বোলার জানান তিনি এক নতুন ধরনের বল নিয়ে অনুশীলনে কাজ চালাচ্ছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নাগাল বলেন, ‘বর্তমানে একটা নতুন বল নিয়ে কাজ করা শুরু করেছি। মন্থর গতির পিচে ওই বলটা আমার কাজে লাগবে। গত ম্যাচে লেগ কাটারের মতো ওই বলটা করার চেষ্টাও করেছিলাম। বলটার ওপর নিয়ন্ত্রণ এসে গেলে ম্যাচ পরিস্থিতিতে আরও বেশি করে ব্যবহার করা শুরু করব ওটা। বাকি তো নিজের যা দক্ষতা, তা আরও উন্নত করার চেষ্টা প্রতিনিয়ত করি।’

অর্শদীপ কিন্তু নিজের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও বেশ খাটাখাটনি করছেন বলে জানান। সাম্প্রতিক অতীতে ব্যাট হাতেও তাঁকে বেশ কয়েকটি চার ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে। তিনি যে বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং নিয়ে ভাবছেন এবং ব্যাটিংয়ে উন্নতি করার জন্য কঠোর অনুশীলনও করছেন, সে কথা জানাতেও কিন্তু ভোলেননি অর্শদীপ। 

‘আমি কিন্তু নিরন্তরভাবে নিজের ব্যাটিং নিয়ে খাটছি। ব্যাট হাতে চার, ছক্কা হাঁকিয়ে হোক বা অপরদিকে ব্যাটার থাকলে তাঁকে স্ট্রাইক দিয়ে হোক, ব্যাট হাতে যতটা সম্ভব দলের কাজে লাগতে চাই। বাউন্সারের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে তো আঘাতও লাগে। তবে গত ম্যাচে আমায় টিম শিট অনুযায়ী ১০ নম্বরে নামানোর কথা ছিল। এই বিষয়টা নিয়ে আমার ব্যাটিং কোচের সঙ্গে কথাও হয়। আমার মনে হয় আমি নয় নম্বরে ব্যাট করতে পারি। দশে ব্যাট করানোর এই সিদ্ধান্ত একেবারেই আমার মনঃপুত হয়নি।’ জানান ভারতের তারকা ক্রিকেটার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অযোধ্যায় ‘রামলালা’র মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা, আমন্ত্রণপত্র পেলেন বিরুষ্কা