Beleghata Bus Accident: বেলেঘাটায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৯

কলকাতায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বেলেঘাটা মেন রোডের উপরে একটি সরকারি এবং বেসরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে একটি শিশু। 

এ দিন বিকেলে বেলেঘাটা মেন রোড ধরে তীব্র গতিতে ধর্মতলা থেকে একটি সরকারি বাস ধামাখালির দিকে যাচ্ছিল। সে সময় বেলেঘাটা রাসমণি বাজারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ৪৪/১ রুটের একটি বেসরকারি বাসকে মুখোমুখি ধাক্কা মারে সরকারি বাসটি। প্রবল ধাক্কায় বাসের মধ্যে থাকা যাত্রীর ছিঁটকে পড়ে।

পড়ুন। গঙ্গাসাগরে পুণ্যস্নান করে ফেরার পথে বিপত্তি, নামতে হল উপকূলরক্ষী বাহিনীকে

দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। বাসের ভিতর থেকে একে একে সবাইকে বার করে আনা হয়। গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে বেলেঘাটা শিশু হাসপাতালে ভর্তি করতে হয়। বাকিদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

এই দুর্ঘটনার দুটিই বাসেরই সামনে দিকটা দুমড়ে মুচডড়ে গিয়েছে। বেসসরকারি  বাসের চেয়েও ক্ষতি হয়েছে সরকারি বাসটির বেশি ক্ষতি হয়েছে বেশি। 
স্থানীয় বাসিন্দর অভিযোগ, সরকারি বাসটি দ্রুত গতিতে আসছিল। আর তাতেই এই দুর্ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, বেলেঘাটা মেন রোডের মতো সংকীর্ণ অথচ জনবহুল রাস্তায় বাস-সহ অন্যান্য যানবাহ উত্তোরত্তোর বেড়েছে।  তাই যান নিয়ন্ত্রণ ব্যবস্থাও আর শক্তিশালী হওয়া প্রয়োজন।

পড়ুন। স্ত্রীকে টুকরো টুকরো করে খালে ফেলে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করলেন স্বামী

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সরু রাস্তা হওয়ায় যানচলের প্রচন্ড সমস্যা হয়। তার পর উপর রাস্তার ধারে গাড়ি দাঁডিয়ে থাকে। ফলে যে কোনও আর বড়সড় বিপদ ঘটতে পারে। 

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।