Mamata writes to Modi: রং লোগো লাগানোর নির্দেশ মানা সম্ভব নয়, মোদীকে চিঠি মমতার

সম্প্রতি প্রতিটি রাজ্যকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং ও কেন্দ্রের লোগো লাগাতে হবে। কেন্দ্রের এই নির্দেশ মানতে  নারাজ রাজ্য সরকার। কেন মানা হবে না তা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে রাজ্যের টাকায়। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলি স্বায়ত্ত্বশাসিত। এই অবস্থায় কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমন কোনও নির্দেশ পাঠাতে পারে না। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত কোনও ভাবেই মানা সম্ভব নয়।

সূত্রের, খবর এই চিঠিতেও মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন রাজ্যের বকেয়া টাকা অবিলম্বে দিতে। সম্প্রতি রেশনে দোকানের রং ও প্রধানমন্ত্রীর মুখের ছাপওয়ালা ব্যাগ রেশনে দেওয়ার কথা হয়েছে। এরও বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্য নিজেদের টাকায় রেশন দেয় সাধারণ মানুষকে। এজন্য কেন্দ্রের টাকার উপর ভরসা করে না। তাই রেশন সংক্রান্ত কোনও নির্দেশ মানতে বাধ্য নয়।

এমনিতে তৃণমূল-সহ বিরোধী দলগুলি অভিযোগ করছে, কেন্দ্রীয় সরকার তাদের রেল, মেট্রো স্টেশনের রং পরিবর্তন করে গেরুয়া করে দিচ্ছে। এই পরিস্থিতি স্কুলগুলি রং পরিবর্তন কোনও মতেই মানবে না রাজ্য সরকার। চিঠি সে কথাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পড়ুন। এক্স হ্যান্ডেলের কভার পিকচার বদলে ফেলল তৃণমূল, মমতা–অভিষেক রসায়ন অব্যাহত

এদিন তিনি ঘনিষ্টমহলে জানিয়েছেন, কেন্দ্রের কাছে রাজ্য ৭ হাজার কোটি টাকা ভরতুকি বাবদ পায়। সেই টাকা আগে ওরা দিক। তিনি জানিয়েছেন, কেন্দ্র যদি টাকা সনা দেয় তবে গরীব মানুষকে নিজেদের টাকায় চাল গম দেবে রাজ্য সরকার। কিন্তু কোন মতে রং লোগো ব্যবহারের ‘ফতোয়া’ মানবে না। 

প্রসঙ্গত, এর আগেই নানা ভাবে কেন্দ্রের টাকা আদায়ে সক্রিয় থেকেছে শাসকদল। মুখ্যমন্ত্রী একাধিকবার  কেন্দ্রের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। সে সময়ও কেন্দ্র প্রশ্ন তুলেছিল রং ও লোগো নিয়ে। এবার স্কুলের রং ও কেন্দ্রের লোগে ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে না করে দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।