PM JANMAN Scheme: ১ লাখ মানুষের জন্য পাকা বাড়ি, প্রথম কিস্তির টাকা ছাড়লেন মোদী

সপ্তর্ষি দাস

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জনজাতি, আদিবাসী ন্যায় মহা অভিযানের আওতায় থাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের প্রথম কিস্তির টাকা ছাড়লেন। এক লাখ উপভোক্তার জন্য় এই টাকা ছাড়া হয়েছে।

ভার্চুয়াল মাধ্য়মে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, একদিকে যখন অযোধ্য়ায় দেওয়ালি উদযাপন করা হচ্ছে তখন এক লাখ পিছিয়ে পড়া আদিবাসী ভাই বোনেদের জন্য় যারা আমাদের পরিবারের সদস্য তাঁরাও বাড়িতে দেওয়ালি উদযাপন করছেন। এটা আমাদের কাছে আনন্দের। একটা মজবুত ঘর তৈরির জন্য় তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা চলে যাচ্ছে।

পিএম জনমন। প্রায় ২৪,০০০ কোটি টাকার বাজেট। ৯জন মন্ত্রীর মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। গরিব মানুষদের মাথার উপর যাতে একটা পাকাপোক্ত ছাদ হয় তার ব্যবস্থা করা হয় সেজন্য়ই এই উদ্যোগ। সেই সঙ্গেই সংশ্লিষ্ট বাড়িগুলিতে ন্যুনতম কিছু সুবিধা যেমন পরিশ্রুত পানীয় জল, নিকাশির সু ব্যবস্থা, সেই সঙ্গেই বাসিন্দাদের জন্য় শিক্ষা , স্বাস্থ্য, পুষ্টি, রাস্তা, টেলিকম ব্যবস্থা সহ পরিকাঠামো ক্ষেত্রে নানা উন্নতির কথা উল্লেখ করা হচ্ছে।

সেই সঙ্গেই আগের সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে সরকার গরিব মানুষের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। তাদের জন্য ৪ কোটি বাড়ি তৈরি করেছে। কিন্তু আগে তাদের প্রতি কোনও যত্নই নেওয়া হত না। আজ শুধু মোদী তাঁদের যত্নই করেন না, তাদের পুজোও করেন।

৪৭০০ কোটি টাকার প্রকল্প। সেখানে বিভিন্ন মন্ত্রকের অধীন বাড়ি তৈরি করা হবে। প্রায় ১ লাখ উপভোক্তার জন্য বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হবে। ওই এলাকায় ১২০০ কিমি রাস্তাও তৈরি করা হবে। মূলত পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও ১০০টা গার্লস হস্টেল, ৯০০টি অঙ্গনওয়াড়ি সেন্টার, ১০০টি মেডিক্যাল ইউনিট, ৪০০টি মালটি পারপাস সেন্টার তৈরি করা হবে।