SC on Shahi Eidgah: মথুরার শাহি ইদগাহ সমীক্ষায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, কৃষ্ণজন্মভূমি মামলায় ধাক্কা হিন্দুপক্ষের

২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন ঘিরে উত্তরপ্রদেশে কার্যত সাজো সাজো রব। এগিকে, উত্তর প্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণজন্মভূমি মামলায় এল বড় রায়। সুপ্রিম কোর্ট এদিন মথুরার শাহি ইদগাহ সমীক্ষায় লাগু করে দিয়েছে স্থগিতাদেশ। এর আগে, এলাহাবাদ হাইকোর্ট এক কমিশনারকে নিয়োগ করে ওই শাহি ইদগাহ মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল। আজ ১৬ জানুয়ারি সেই বৈজ্ঞানিক সমীক্ষায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

মথুরার শ্রীকৃষ্ণজন্মভূমি-শাহি ইদগাহ মামলায় বড় ধাক্কা খেল হিন্দুপক্ষ। এর আগে এলাহাবাদ হাইকোর্ট এই মসজিদের সমীক্ষার জন্য কমিশনার নিয়োগের বার্তা দিয়ে একটি নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। এরপরই সুপ্রিম কোর্ট সেই সমীক্ষায় স্থগিতাদেশ জারি করে। ফলত, এই রায়ে ধাক্কা খায় হিন্দুপক্ষ। এদিনের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই সমীক্ষা নিয়ে দুই পক্ষের কী জবাব, তা শীর্ষ আদালতকে জানাতে হবে। এর আগে, এই মামলায় বড় রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্ট ২৯ অগস্ট যে রায়ে দিয়েছিল, তাতে শাহি ইদহাগ মসজিদে সমীক্ষার কথা বলেছিল। সেই সমীক্ষা দেখভালের জন্য একজন আইনজীবীকে কোর্ট কমিশনার নিয়োগ করা হয়েছিল। দুজনকে সহকারী কোর্ট কমিশনার নিয়োগ করা হয়েছিল। বলা হয়েছিল তাঁদের তত্ত্বাবধানে এই সমীক্ষা হবে। ১৬ জানুয়ারি ২০২৪ এ সুপ্রিম কোর্ট সেই সমীক্ষার উপর স্থগিতাদেশ জারি করে দিল। এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তর বেঞ্চ এই নয়া নির্দেশ দেয়। মসজিদ কমিটির তরফে ছিলেন আইনজীবী তনসিম আহমদি। এদিকে, হিন্দুপক্ষের তরফে আইনজীবী শ্যাম দিবান লড়েছেন এই মামলা। তিনি এই স্থগিতাদেশের বিরোধিতা করেন সওয়াল জবাব পর্বে।

(Gold and Silver Price today in Kolkata: মাঘে বিয়ের মরশুমে সোনার দাম আজ কলকাতায় কত? মঙ্গলে রুপো হল দামি)

এর আগে, গত ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শাহি ইদগাহর তরফের পক্ষ। এর আগে এলাহাবাদ কোর্টে হিন্দুপক্ষের আবেদন গিয়েছিল। সেবার শাহি ইদগাহের সমীক্ষার দাবি করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মন্দির পক্ষ। এরপর সমীক্ষায় সায় দিয়ে রায় দেয় এলাকাবাদ হাইকোর্ট। মসজিদ কমিটি এরপরই সেই সমীক্ষায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিত সমীক্ষায় স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট।