Suvendu Vs Mamata: মুসলিম ভোট ধরে রাখতে ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন: শুভেন্দু

অশান্তিতে উসকানি দিতে রাম মন্দিরের উদ্বোধনের দিন সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট ও রাজ্যপালের উচিত এবিষয়ে পদক্ষেপ করা। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূলের কর্মসূচিকে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা খুবই উদ্বেগের। সংখ্যালঘু মুসলিম ভোট ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। কার্যত উনি উসকানি দিচ্ছেন, গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেইদিন রাম নবমীর মতো গোটা রাজ্যে কোথাও কোথাও অশান্তি ও মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হোক। পশ্চিম বাংলার মানুষের কাছে এটা খুবই উদ্বেগের রাজ্যের পুলিশমন্ত্রী এবং শাসকদলের মুখিয়া, তিনি এই ধরণের আগুন লাগানোর চেষ্টা করছেন। এই উসকানি ছাড়া উনি ওনার হারিয়ে যাওয়া মুসলিম ভোটব্যাঙ্ক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না এটা উনি ভালো করে জানেন’।

শুভেন্দুবাবু বলেন, ‘ওনার থেকে মুসলিমরা মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই মুসলিমদরদী দেখিয়ে ভোটব্যাঙ্ককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন’।

শুভেন্দু অধিকারী মনে করান, ‘মনরেগা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা দিয়েছিলেন, সেখান থেকে রাম নবমীর উসকানিদাতার নাম যদি কিছু হয় তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়। তার উসকানিতেই ডালখোলা, রিষড়া ও শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা হয়েছিল। তিনি শুধু রেড রোড থেকে নয়, পরদিন দিঘায় একটি সরাকরি সভা থেকে বিশ্ব হিন্দুব পরিষদ, RSS, বজরং দলসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ বলেছিলেন। বলেছিলেন, ইনশাআল্লাহ, আল্লা তালা, আমার মুসলিম ভাই বোনেরা ঝাঁটা খুন্তি হাতা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন। ওনার কণ্ঠস্বর হায়দরাবাদের পাকিস্তানপ্রেমী নেতা আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে মিলে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী মানুষকে বলব, সতর্ক থাকুন, সজাক থাকুন’।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পালটা কর্মসূচি ঘোষণা করে মঙ্গলবার বিকেলে নবান্নে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন মন্দির নিয়ে। আমি বার বার বলেছি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ২২ জানুয়ারি আমি নিজে দলীয় ভাবে একটা ব়্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির – মসজিদ – গুরুদ্বার, ওখানে অনেক গীর্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা ব়্যালি করব। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলটা করব। শুভানুধ্যায়ীরা আসতে পারেন সংহতি মিছিলে। এছাড়া প্রতিটা জেলায় ব্লকে ব্লকে ২২ জানুয়ারি বেলা ৩টায় সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে’।