WB Winter Minimum Temp Update: কালিম্পঙের থেকে বেশি ঠান্ডা কৃষ্ণনগরে, পুরুলিয়ায় পারদ স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে!

শীতের আমেনে উত্তর থেকে দক্ষিণ কাবু। গত পরশুর থেকে গতকাল কিছুটা পারদ বেড়েছে জেলায় জেলায়। তবে এখনও স্বাভাবিকের থেকে পারদ নীচে আছে বহু জায়গায়। ১০ ডিগ্রির নীচে চলে যায় অনেক জায়গার তাপমাত্রা। এদিকে গতকালও সর্বনিম্ন পারদের নিরিখে উত্তরকে টেক্কা দিল দক্ষিণ। যেখানে গতকাল আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, গতকাল অশোকনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, এদিকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৮.৯ এবং ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। (আরও পড়ুন: ঠান্ডায় জবুথবু বাংলা, কুয়াশাচ্ছন্ন সংক্রান্তিতে বদলাবে আবহাওয়া? বৃষ্টি কবে?)

আরও পড়ুন: ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ, এরই মাঝে বরফের খরা কাশ্মীর-হিমাচলে! মিলছে কোন ইঙ্গিত?

এদিকে গতকাল কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিলিগুড়িতে গতকাল সর্বনিম্ন তামাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়াতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। অর্থাৎ, পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। এদিকে দার্জিলিঙে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরের কোচবিহারে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ছিল, ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মালদার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ক্ষোভ ইন্ডিগোর ওপর, ক্ষমা চাইল উড়ান সংস্থা

এছাড়া গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিক ছিল। এদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্নবিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। এদিকে আজ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিক।

এদিকে হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, তিলোত্তমায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ১৬ তারিখ সর্বনিম্ন পারদ হবে ১৪ ডিগ্রি, ১৭ তারিখ সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি হতে পারে এবং ১৮ তারিখ তা আরও কিছুটা বেড়ে ১৭ ডিগ্রির গণ্ডি পার করতে পারে। ১৯ জানুয়ারিও কলকাতার সর্বনিম্ন পারদ ১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এরপর ২০ এবং ২১ জানুয়ারি শহরের সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ১৭ জানুয়ারি থেকে কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। ১৮ এবং ১৯ তারিখ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে। এদিকে এই ক’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।