ভুল করে ট্রেনে ওঠে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু

ভুল করে লালমনি এক্সপ্রেস ট্রেনে টিকিটবিহীন যাত্রা করে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক শারীরিক প্রতিবন্ধী। বুধবার (১৭ জানুয়ারি) লালমনি এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্ট আব্বাস আলী ওই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিশুর বাড়ি ময়মনসিংহের বালিহাতি গ্রামে। ওই গ্রামের মোহাম্মল আলী ও রেণু আরা বেগমের মেয়ে সে।

পুলিশ জানায়, লালমনি এক্সপ্রেস ট্রেনে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাস আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ভুক্তভোগী শিশুর মেডিক্যাল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলস্টেশন হতে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে ভুল করে ওই শিশু লালমনির এক্সপ্রেসে ওঠে পড়ে। টিকিট চেক করার সময় তার কাছে টিকিট পায়নি অভিযুক্ত অ্যাটেনডেন্ট। সকালের দিকে ফাঁকা কেবিনে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করে ট্রেনের ওই কর্মী। এ সময় শিশুটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।

এ বিষয়ে বুধবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আর মেডিক্যাল টেস্টের জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী বলেন, ‘মেয়েটির মা-বাবার সন্ধান পাওয়া গেছে। আসামিকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে। মেয়েটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিতে তার ভাই আসতেছে।’