Sandeshkhali Attack: শাহজাহান – সন্ধানে সম্ভবত CBI ও পুলিশকে নিয়ে SIT গঠন করতে চলেছে আদালত

সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় সম্ভবত রাজ্য পুলিও সিবিআইয়ের আধিকারিকদের নিয়ে সিট গঠনের নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এদিন বিচারপতি ইডিকে প্রশ্ন করেন, কেন্দ্রীয় বাহিনী যাকে ধরতে পারল না, পুলিশ যাকে ১১ দিন ধরে খুঁজছে, তাকে সিবিআই ধরতে পারবে বলে আপনারা বিশ্বাস করেন?

এদিন বিচারপতি সেনগুপ্ত মামলার শুনানিতে বলেন, এখনও গ্রেফতার করতে পারলেন না? আগামীতেও ধরতে পারবেন কি না সন্দেহ আছে। পুলিশি নিষ্ক্রিয়তা এখনও আছে। তথ্যপ্রমাণ লোপাট হচ্ছে। PLMA ধারায় মামলা হয়েছে? ED কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ১২ দিনেও পারেনি। কী ভাবে আশা করছেন যে সিবিআই পারবেট’?

এর পর আশা প্রকাশ করে বিচারপতি বলেন, ‘আমি এখনও আশা করি মামলার রায়দানের আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করবে পুলিশ’।

আত্মপক্ষ সমর্থনে রাজ্যের আইনজীবী বলেন, ‘শাহজাহানের বাড়ি ও সরবেড়িয়া বাজারে ১০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। খুনের চেষ্টার মামলা যোগ করতে নিম্ন আদালতে আবেদন করা হয়েছে। শাহজাহান শেখের বাড়ির দরজা ভাঙার আবেদনও জানানো হয়েছে’।

ইডি জানায়, ৫ জানুয়ারির ঘটনার পর থেকে শাহজাহান শেখকে গ্রেফতার করতে তৎপরতা দেখায়নি তারা। তবে প্রয়োজনে রেশন বণ্টন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হবে।

এক পরই সিবিআই এক আধিকারিক ও রাজ্যের এক SP পদমর্যাদার এক আধিকারিকের নাম চেয়ে পাঠান বিচাপতি জয় সেনগুপ্ত। দুপুর ২টোর মধ্যে নাম জমা দিতে নির্দেশ দেন তিনি। বিকেল ৪টেয় ফের মামলার শুনানি হবে। তখনই রায়দানের সম্ভাবনা রয়েছে।

আইনজ্ঞদের একাংশের মতে সিবিআইয়ের বিরুদ্ধে কুন্তল ঘোষের দায়ের করা হেনস্থার অভিযোগের তদন্তে যে ভাবে নিম্ন আদালত যৌথ তদন্তকারী দল গঠন করেছিল শাহজাহানের খোঁজে তেমনই রাজ্য পুলিশ ও সিবিআই আধিকারিকদের নিয়ে SIT গঠন করতে চলেছে আদালত।