পরিষেবা দিতে দেরি সরকারে রাজ্য সরকারি কর্মীর বেতন কাটার নির্দেশ মুখ্যমন্ত্রীর

চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়ার পরদিনই নতুন করে সরকারি কর্মচারীদের প্রতি খড়্গহস্ত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে কোনও ব্যক্তিকে কোনও সরকারি পরিষেবা দিতে দেরি হলে বেতন থেকে দিনপ্রতি ২৫০ টাকা করে কাটা হবে বলে হুমকি দিলেন তিনি। এমনই খবর পাওয়া গিয়েছে নবান্ন সূত্রে।

গত ১৫ জানুয়ারি ডিএ আন্দোলনকারীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে না চাইলে ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে যাবেন সরকারি কর্মচারীরা। এর পরই বুধবার নবান্ন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনও কর্মী সরকারকে অসহযোগিতা করলে তাঁকে সেন্ট্রাল সিভিল সার্ভিস অ্যাক্টের ৫৬ জে ধারা অনুসারে অযোগ্য ঘোষণা করে বরখাস্ত করা হবে।

বুধবার প্রশাসনিক আধিকারিকদের এক সভায় মমতা বলেন, ‘অনেকেই মন দিয়ে কাজ করছেন না। কাজে ফাঁকি দিচ্ছেন। এব্যাপারে আমি খুব কড়া। রাফ অ্যান্ড টাফ। কেউ অসহযোগিতা করলে তাকে সোজা সেকশন ৫৬জে অনুসারে টার্মিনেট করে দিন। তারপর আমি দেখে নেব।’ এমনকী এজন্য রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস রুলে পরিবর্তন আনার প্রস্তাবও করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার পরিষেবা দিতে দেরি হলে সরকারি কর্মচারীদের বেতন কাটার নির্দেশ দেওয়ার খবর পাওয়া গেল নবান্ন সূত্রে।

সূত্রের খবর, কোনও সরকারি কর্মচারী কাউকে সরকারি পরিষেবা দিতে দেরি করলে দিনপ্রতি ২৫০ টাকা বেতন থেকে কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের একাংশের মতে লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের সরকারি পরিষেবা দেওয়ায় তৎপর করতেই এই নির্দেশ দিয়েছেন মমতা।