সাধে কী আর রোহিত ‘সুপারহিট’ শর্মা! বেদম প্রহারে ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্য়াচের টি-২০ সিরিজে ভারত হোয়াইটওয়াশ করেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্য়াচ হয়ে গিয়েছিল রুদ্ধশ্বাস সাসপেন্স থ্রিলার। জোড়া সুপার ওভার লিখেছে ম্যাচের নিয়তি। আর এই ম্যাচ দেখেছে রোহিত শর্মা (Rohit Sharma) শো। ৬৯ বলে ১২১ রানের রোহিতের ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৮টি ছক্কায়। একের পর এক রেকর্ড ভাঙলেন তিনি। দেখে নিন কী কী রেকর্ড করলেন রোহিত।

আরও পড়ুন: T20 World Cup 2024: ‘সবাইকে খুশি করা যাবে না’, বিশ্বকাপে ৮-১০ জন চূড়ান্ত! বিরাট আপডেট দিলেন রোহিত

রোহিত বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি২০আইতে পাঁচটি সেঞ্চুরির রেকর্ড করলেন। পিছনে ফেলে দিলেন তাঁর সতীর্থ সূর্যকুমার যাদব ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। সূর্য-ম্য়াক্সওয়েলের রয়েছে চারটি করে আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি।

রোহিতই বিশ্বের প্রথম ব্য়াটার যাঁর ঝুলিতে থাকল ক্রিকেটের তিন ফরম্য়াটে পাঁচটি করে শতরান করার রেকর্ড।

৬৯ বলে ১২১ রানের রোহিতের এই ইনিংস, তাঁর কেরিয়ারে খেলা এখনও পর্যন্ত সর্বোচ্চ আন্তর্জাতিক রানের ইনিংস। এর আগে রোহিত ৪৩ বলে ১১৮ করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৭ সালের ২২ ডিসেম্বর ইন্দোরে সেই ইনিংস খেলছিলেন রোহিত।
 
রোহিতের ১২১, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্য়ে চতুর্থ সর্বোচ্চ। শুভমন গিল (১২৬* বনাম নিউজিল্যান্ড) শীর্ষে রয়েছেন, তারপরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড (১২৩* বনাম অস্ট্রেলিয়া) এবং বিরাট কোহলি (১২২* বনাম আফগানিস্তান)।

ভারত অধিনায়ক হিসেবে দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন রোহিতের দখলে। বিরাটকে টপকে গেলেন তিনি
। ৫০টি টি-টোয়েন্টিআইতে কোহলির ১৫৭০ রানের রেকর্ড রয়েছে। রোহিতের এখন ৫৩ টি টি-টোয়েন্টিআইতে ১৬৪৮ রান চলে এল।

রোহিত বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে আটটি ছক্কা হাঁকিয়েছেন, এর ফলে কোনও দেশের অধিনায়ক হিসেবে টি২০আইতে রোহিতের ছয়ের সংখ্য়া দাঁড়াল ৫৩ ম্য়াচে ৯০। তিনি ছাপিয়ে গেলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক অইন মর্গ্য়ানকে।

বাবর আজমের পর রোহিত দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি টি-টোয়েন্টিআই সেঞ্চুরি করলেন।

রোহিত পঞ্চম উইকেট পার্টনারশিপে রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে যোগ করলেন ১৯০ রান। যা রেকর্ড ভারতের সর্বোচ্চ টি-২০ রানের যুগলবন্দি।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে, দ্বিপাক্ষিক সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ করার নজির যুগ্মভাবে ছিল ভারত-পাকিস্তানের। ভারত আফগানিস্তানকে হারিয়ে আট থেকে পা দিল নয়ে। মুছে গেল পাকিস্তানের নাম। ইতিহাসের লিখল রোহিতের ভারত। এর আগে বিশ্বের কোনও দেশ ন’বার হোয়াইটওয়াশ করতে পারেনি। 

রোহিত এখন ভারত অধিনায়ক হিসেবে ডজন দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতলেন। যা সর্বাধিক।

রোহিতের সামনে ছিল আরও একটি ঐতিহাসিক রেকর্ডে নাম লেখানোর সুযোগ। কিংবদন্তি এমএস ধোনির নেতৃত্বে ভারত ৭২টি টি-২০ ম্য়াচের মধ্য়ে ৪২টি ম্য়াচে জিতেছিল। রোহিতের নেতৃত্বেও ভারত সমসংখ্য়ক টি-২০ জিতল। ধোনির সঙ্গে যুগ্মভাবে দেশের সর্বকালের সফলতম টি২০ অধিনায়ক হলেন হিটম্য়ান।  

আরও পডুন: Sania Mirza and Shoaib Mallik: ডিভোর্স নিয়ে সানিয়ার এই প্রথম পোস্ট! ঘটালেন দীর্ঘ জল্পনার অবসান

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)