Affluent Citizens by 2027: দেশজুড়ে থিকথিক করবে বড়লোক! ২০২৭ সালে ভারতে কতজন ধনী থাকবেন জানুন: Report

Goldman Sachs-এর একটি রিপোর্ট এবার সামনে এসেছে। তাতে বলা হচ্ছে ২০২৭ সালে ভারতের স্বচ্ছল মানুষের সংখ্য়া ১০০ মিলিয়ন হয়ে যাবে। সেই সঙ্গেই বলা হয়েছে দেশিয় কোম্পানিগুলি যেসমস্ত সামগ্রীগুলি বিক্রি করবে সেটা বিদেশের কোম্পানিকেও টেক্কা দেবে। গোল্ডম্যান রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, গত দশকে ভারতের সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তিদের ক্রয়ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জেরে, অর্থনৈতিক স্থিতিশীল অবস্থার জেরে এটা সম্ভব হয়েছে।

তারই পরিণতিতে ২০১৫ সালের পর থেকে ভারতে বড়লোকেদের সংখ্য়া একেবারে রকেটের মতো বাড়ছে। ২০১৫ সালে এই সংখ্য়া ছিল ২৪ মিলিয়ন। আর এখন সেটাই দাঁড়িয়েছে ৬০ মিলিয়ন। বছরে যাদের আয় ৮.২৮ লাখের বেশি তাদেরকেই এই তালিকার মধ্য়ে ফেলা হচ্ছে।
এখানে শেষ নয়, ভারতের অর্থনৈতিক অগ্রগতির নানা পরিসংখ্য়ান তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বর্তমানে বিশ্বের পঞ্চম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হল ভারত। আর ২০২৭ সালে ভারত হয়ে যাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ড অনুসারে এমনটাই জানা গিয়েছে। 

এমনকী ভারতের মধ্য়বিত্ত শ্রেণির মধ্য়েও ক্রময়ক্ষমতা ক্রমশ বাড়ছে। জুয়েলারি, স্বাস্থ্য় সম্পর্কিত বিষয় সহ নানা ক্ষেত্রে ভারতের মধ্য়বিত্তদের মধ্যে ক্রয়ক্ষমতা ক্রমশ বাড়ছে। গোল্ডম্যানের এই রিপোর্ট তুলে ধরেছে ব্লুমবার্গ।

এদিকে ভারতে একেবারে বিত্তবান শ্রেণির সঙ্গে মধ্য়বিত্ত শ্রেণির মধ্য়ে ক্রয়ক্ষমতা সংক্রান্ত একটা বিস্তর ফারাক রয়েছে। দেশে সব মিলিয়ে ৯৬ কোটি ডেবিট কার্ড ইস্যু করা হয়েছে। ৯.৩০ কোটি ভারতীয়র মধ্য়ে পোস্টপেইড সেল ফোনের কানেকশন রয়েছে। তবে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে মাত্র ৩ কোটি ভারতীয় গাড়ি রাখার মতো আর্থিক পরিস্থিতি রয়েছে।

এদিকে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে নানা সময়ে নানা কথা বলা হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জিডিপির কথা তুলে ধরেছেন আগেই। ভারতীয় অর্থনীতি কতটা শক্তপোক্ত সেটাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে ভারতের অর্থনীতি সেটাই তুলে ধরলেন তিনি। জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে আগেই লিখেছিলেন, Q2-তে জিডিপি গ্রোথ ভারতীয় অর্থনীতির শক্তি ও সহনশীলতাকে সূচিত করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এটা পরীক্ষিত। আরও সুযোগ তৈরির ক্ষেত্রে কাজ করে যাব আমরা, এব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দ্রুত দারিদ্রতাকে দূর করব আমরা। সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে আরও সহজতর হয় সেই উন্নয়ন আমরা করব।