AVBP Attacked: নবদ্বীপ কলেজে আক্রান্ত ABVP, তৃণমূলের মারে নাক ফাটল ৩ পড়ুয়ার

তৃণমূলি তাণ্ডবে রাজ্যে ফের রক্তাক্ত শিক্ষাঙ্গন। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আক্রন্ত হলেন ABVP সমর্থকরা। বাদ গেলেন না ছাত্রীরাও। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে নিমাইয়ের শহরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আক্রান্তদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ABVP.

ABVP-র নদিয়া উত্তর সাংগঠনিক জেলার তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার সকালে পরিকল্পিতভাবে নবদ্বীপ কলেজে ABVP সমর্থকদের ওপর হামলা চালায় TMCPর গুন্ডারা। মাটিতে ফেলে তাদের পেটে বুকে লাথি মারা হয় বলে অভিযোগ। চলে চড় – কিল – ঘুসি। মারের চোটে এক ছাত্র ২ ছাত্রীর নাক – মুখ ফেটে যায়। আহতদের প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। তার পর স্থানান্তর করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ABVP-র দাবি অধ্যক্ষের নিষ্ক্রিয়তার জেরেই কলেজের মধ্যে তৃণমূলের এই বাড়বাড়ন্ত।

আহত ছাত্রদের ভিডিয়ো টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে দেখা যাচ্ছে ছাত্র – ছাত্রীদের। শুভেন্দুবাবু বলেন, নবদ্বীপ কলেজে ABVPর দেশভক্তরা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে বলে খবর পেয়েছি। তাদের ওপরে বর্বর আক্রমণ হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আমার সঙ্গে তাদের কথা হয়েছে।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল কোথাও কাউকে কোনও কর্মসূচি করতে দেবে না। হয় পুলিশ দিয়ে আটকাবে। নইলে গায়ের জোরে মারপিট করে বন্ধ করবে। বিজেপি বা অন্যান্য সংগঠনের ওপরে সব জায়গায় এরকম আক্রমণ হচ্ছে। অথচ বলে বেড়াচ্ছেন তারা ভয়ানক গণতন্ত্র মানে।’

অভিযোগ অস্বীকার করে TMCPর সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘নবদ্বীপ কলেজে যারা মার খেয়েছে তারা আগে গ্রেফতার হয়েছিল। তাদের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। এসব করলে তো মার খাবেই।’ তবে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে কী করে কোনও ছাত্রী অভিযুক্ত হতে পারেন সেই প্রশ্ন তুলছে ABVP.