Dhupguri becomes the sub – division: অভিষেকের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ধূপগুড়ি হল মহকুমা – Dhupguri becomes the sub

আইনি জট কাটিয়ে অবশেষে মহকুমা হল ধূপগুড়ি। এই খবর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সাংবাদিকদের। ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে মিটল।

গত বছর সেপ্টেম্বর মাসে ধূপগুড়ির উপনির্বাচনে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’আমি কথা দিচ্ছি ধূপগুড়ি মহকুমা হবে। আমি কথা দিলে কথা রাখি।’ সেই উপনির্বাচনে বিজেপি থেকে আসন ছিনিয়ে নিয়ে যেতে তৃণমূল। চার হাজারেরও বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্যোগী ছিলেন ধূপগুড়িকে মহকুমা করতে। গত বিধানসভা ভোটে প্রচারেও মুখ্যমন্ত্রী এ নিয়ে আশ্বাস দিয়েছিলেন। উপনির্বাচনের আগে ফের ধূপগুড়িকে মহাকুমা করার দাবি ওঠে। উপনির্বাচনের ইস্তাহারেও ধুপগুড়িকে মহকুমা করার আশ্বাস ছিল। এবার সেই আশ্বাসপূরণ করল তৃণমূল সরকার।

পড়ুন। ‘‌একটু সময় করে বই পড়ুন’‌, বইমেলার উদ্বোধন করে নতুন প্রজন্মকে বার্তা মমতার

মন্ত্রিসভার বৈঠকেও ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত পাশ হয়। কিন্তু আইনি জটিলতার কারণে বিষয়টি আটকে ছিল। অবশেষে জট কেটেছে। তাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এনিয়ে শনিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে ফোন করেন। তারপর বিষয়টি নিয়ে জট কাটে।

পড়ুন। প্রথমবার বইমেলায় থাকতে পারেন সাজাপ্রাপ্ত বন্দিরা, প্রস্তাব মহিলা কমিশনের

পড়ুন। ‘‌সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর’‌, গাড়ি থামিয়ে কম্বল দান করলেন মমতা

বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, এবার থেকে ধূপগুড়ি পৃথক মহকুমা হল।  এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রীর এই বার্তায় খুশির ছোঁয়া ধূপগুড়িবাসীদের মধ্যে।