IND vs AFG: Virat Kohli’s sensational save during India vs Afghanistan match gets massive reactions in social media

বেঙ্গালুরু: বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান (IND vs AFG) ম্যাচের পরতে পরতে নাটক। খেলার ফয়সালা হল ডাবল সুপার ওভারে। সেই সঙ্গে আলোড়ন ফেলল বিরাট কোহলির একটি ফিল্ডিং। বাউন্ডারি লাইনে অবিশ্বাস্যভাবে ছক্কা বাঁচালেন কোহলি। পরে একটি ক্যাচও নেন প্রবল ক্ষিপ্রতার সঙ্গে। যে ফিল্ডিংয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দিনভর তৈরি হল একাধিক মিম।

আনন্দ মাহিন্দ্রার মতো ব্যক্তিত্বও কোহলির ফিল্ডিং দেখে মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘হ্যালো, আইজ়্যাক নিউটন? আপনি কি মাধ্যাকর্ষণ শক্তি বিরোধী এই অবিশ্বাস্য ঘটনার জন্য ভৌতবিজ্ঞানের নতুন কোনও তত্ত্ব আবিষ্কার করবেন?’

সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। মাহিন্দ্রার পোস্টেও প্রচুর কমেন্ট। একজন লিখলেন, ‘বিরাট কোহলি যা করেছেন তা অবিশ্বাস্য এবং অতিমানবিক। স্টেডিয়ামে বসে এটা দেখার সৌভাগ্য হয়েছে। কোহলি-কোহলি গর্জনে কান পাতা দায় হয়েছিল।’

আর একজন লিখেছেন, ‘নিউটন, কোহলির সঙ্গে আলাপ করে নিন। ভৌতবিজ্ঞানের নিয়ম নয়, বরং ক্রিকেটের নিয়মের জয়জয়কার।’ আর একজন লিখেছেন, ‘মাধ্যাকর্ষণ শক্তি মুখ থুবড়ে পড়ল।’ কারও লেখা, ‘মানুষ, নাকি সুপারম্যানকে দেখলাম ভারতের জার্সি পরে!’ একজন লিখেছেন, ‘দশকের পর দশক ধরে সাধনা করলে তবে এইরকম ফিল্ডিং সম্ভব।’

বিরাট কোহলির (Virat Kohli) সামনে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় হিসাবে ১২ হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করার সুযোগ ছিল। কিন্তু নিজের ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফেরেন কোহলি। ফরিদ আমেদকে বড় শট মারতে গিয়ে আউট হন বিরাট। তবে শূন্য রানে আউট হয়েও এই ম্যাচে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) এক রেকর্ড ভাঙলেন কোহলি।

বেঙ্গালুরুতে ছয় রান করলেই কোহলি প্রথম ভারতীয় হিসাবে ১২ হাজার টি-টোয়েন্টি রান করার সুযোগ ছিল কোহলির সামনে। তবে তিনি শূন্য রানে আউট হন। তা সত্ত্বেও কোহলি সচিনের রেকর্ড গড়লেন। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ৩৫তম বার শূন্য রানে আউট হলেন। এ বিষয়ে তিনি সচিনকে পিছনে ফেললেন। এতদিন পর্যন্ত ভারতের প্রিমিয়াম ব্যাটারদের মধ্যে সচিনের ৩৪টি শূন্য রানই সর্বাধিক ছিল। তবে সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। 

 

চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-আফগানিস্তানের শেষ টি-টোয়েন্টি ম্যাচ (IND vs AFG 3rd T20I) আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ হলেও, এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়ে থাকল গোটা ক্রিকেটবিশ্ব। নির্ধারিত ৪০ ওভারে ম্যাচ ড্র হওয়ার পর সুপার ওভার শেষেও দুই দলকে আলাদা করা যায়নি। দুই সুুুপার ওভার শেষে জয় পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় সুপার ওভারে মাত্র তিন বলে এক রান খরচ করে দুই উইকেট তুলে নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)।

আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলকে উদ্বুদ্ধ করতে ১৪ বছর পর ইডেনে অভীক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন