MNREGA Scam: ১০০ দিনের কাজে দুর্নীতির কিছু টাকা উদ্ধার হয়েছে, আদালতে জানাল রাজ্য

১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে ৪ সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। এই মামলায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি বলেন, যত দ্রুত সম্ভব আলোচনা করে রাজ্যে যাতে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করা যায় তার ব্যবস্থা করা উচিত কেন্দ্র ও রাজ্যের। ওদিকে রাজ্য আদালতে জানিয়েছে, দুর্নীতি চিহ্নিত করে উদ্ধার হওয়া টাকা দিয়ে তারা উপভোক্তাদের বকেয়া মেটাতে চায়।

এদিন প্রধান বিচারপতি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে ৩২৭টি বাংলা লেখা চিঠি জমা পড়েছে। যোগ্য ব্যক্তিদের বকেয়া অবশ্যই দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। কিন্তু দুর্নীতিও চিহ্নিত করা প্রয়োজন। সেজন্য ৪ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিচ্ছে আদালত। তার মধ্যে থাকবেন কেন্দ্র ও রাজ্যের ১ জন করে প্রতিনিধি। আর থাকবেন অ্যাকাউন্ট জেনারেল ও CAG-র প্রতিনিধিরা। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেককে তাদের দফতরের আধিকারিকের নাম সুপারিশ করতে বলা হয়েছে।

আদালত নির্দেশে আরও জানিয়েছে, একেবারে তলা পর্যন্ত গিয়ে দুর্নীতি চিহ্নিত করবে এই দল। মনে রাখতে হবে, যোগ্য প্রাপকরা আমাদের কাছে আসবেন না। আমাদেরই তাঁদের কাছে যেতে হবে।

এদিনের শুনানিতে কেন্দ্রের আইনজীবী সওয়াল করে বলেন, ভুয়ো জব কার্ড চিহ্নিত করার দায়িত্ব রাজ্যের। রাজ্য সেই দায়িত্ব পালন করেনি। পুরুল্যাসহ কয়েকটি জেলায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সিবিআইয়ের আইনজীবী বলেন, সিবিআই এই দুর্নীতির তদন্ত করতে তৈরি।

ওদিকে রাজ্যের তরফে জানানো হয়েছে, ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্ত করে বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা দিয়ে প্রাপকদের বকেয়া মেটাতে চায় তারা। রাজ্য কী ভাবে বকেয়া মেটানোর পরিকল্পনা করেছে তা পরের শুনানিতে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। 

রাজ্যে ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ করে দিয়েছে মোদী সরকার। কেন্দ্রের অভিযোগ, কোটি কোটি ভুয়ো জব কার্ড তৈরি করে গত প্রায় ১০ বছর ধরে ১০০ দিনের কাজের কয়েক হাজার কোটি টাকা লুঠ করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা।