Son thrashes mother: মারধরে করে মাকে কনকনে ঠান্ডায় রাস্তায় বের করে দিল ছেলে, হাসপাতালে ভর্তি বৃদ্ধা

সম্পত্তি নিয়ে অশান্তির জেরে বৃদ্ধা মাকে কনকনে ঠান্ডায় রাস্তায় বার করে দিল ছেলে-বৌমা। এই ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়ির পুুটিমারি এলাকায়। তীব্র ঠান্ডায় দীর্ঘক্ষণ খোলা আকাশের নীচ বসেছিলেন ওই বৃদ্ধা। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাঁকে আশ্রয় দেন। বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় ছেলে ও বৌমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা।

টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, পুঁটিমারি এলাকার বাসিন্দা মালতী বর্মন নামে ওই বৃদ্ধার স্বামীর মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে। তার পর থেকে খাবারের জন্য ছেলের উপর ভরসা করতেন। কিন্তু কিছুদিন পর থেকে অত্যাচার শুরু করেন ছেলে বৌমা। বাধ্য হয়ে দু’বেলা দু’মুঠো খাবারের জন্য বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করা শুরু করেন তিনি। 

পড়ুন। বঙ্গে কিছুটা চড়েছে পারদ, তাও উত্তরের জলপাইগুড়ি থেকে বেশি ঠান্ডা দমদমে!

তারপর বাড়ির জন্য মায়ের উপর শুরু হয় অত্যাচার। প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রায়শই ছেলে-বৌমা মারধর করত মাকে। মাঝে মধ্যেই বাড়ি থেকে তাঁরা চিৎকার শুনতে পেতেন। নিয়মিত মানসিক নির্যাতন করা হতো বলে ছেলে বৌমার বিরুদ্ধে অভিযোগ।

ওই বৃদ্ধা সংবাদমধ্যমে বলেছেন, ‘ওই খেতে চাই বলেই মারে। আমি কাজ করি। তবুও খাবার পাই না।’

মঙ্গলবার রাতেও বাড়িতে তুমুল চিৎকার শোনেন প্রতিবেশীরা। শীতের রাতে তাঁকে প্রচন্ড মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েন, ওই মারধরে সময়ই মাকে ঘর থেকে বার করে দেন ছেলে ও বৌমা। কনকনে ঠান্ডায় দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকেন বৃদ্ধা।

পড়ুন। রাজ্য শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় পরিদর্শক দলের

তাঁকে ওই অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সঙ্গে সঙ্গে তাঁরা বৃদ্ধাকে উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে আসেন।  দেখা যায় বৃদ্ধার শরীরে গুরুতর নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মায়নাগুডি় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছেলে। ময়নাগুলি থানা অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। 

পড়ুন। সকালে উঠে বাড়ির বাইরে বেরোতেই বিপত্তি, সামনে পেয়ে বৃদ্ধকে পিষে মারল হাতি