Suryakumar Yadav Shares Comeback Update On His Injury Recovery Munich Germany Know Details

নয়াদিল্লি: বেশ কিছু সময় ধরেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তার উপর দীর্ঘদিন ধরে স্পোর্টস হার্নিয়ায় ভুগছিলেন ভারতীয় তারকা (Indian Cricket Team)। সেই রোগ সারাতে যে অস্ত্রোপ্রচার করাতে হবে, তা আগেই জানা গিয়েছিল। হার্নিয়ার জন্য তাঁর কুঁচকির অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হয়েছে। সূর্য নিজেই অস্ত্রোপ্রচারের কথা জানান।

জার্মানির মিউনিখে নিজের অস্ত্রোপ্রচার করানোর জন্য উড়ে গিয়েছিলেন সূর্য। খবর অনুযায়ী গতকাল, ১৭ জানুয়ারি বুুধবারই সূর্যকুমারের অস্ত্রোপ্রচার করা হয়। গোড়ালির চোটের পর এই হার্নিয়ার জেরে অল্প সময়ের ব্যবধানেই এই নিয়ে দ্বিতীয় অস্ত্রোপ্রচার হল সূর্যর। অস্ত্রোপ্রচারের পর সকলকে ধন্যবাদ জানিয়ে নিজেই হাসিমুখে নিজের এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সূর্য লেখেন, ‘অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে। সকলে আমার স্বাস্থ্যের জন্য যে উদ্বেগ দেখিয়েছে, সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের এও জানাতে চাই যে আমি দ্রুতই ফিরতে চলেছি।’     

 

সূর্যকুমার ঠিক কবে মাঠে ফিরবেন, সেই সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনও কিছু জানা না গেলেও, মনে করা হচ্ছে তারকা ভারতীয় ক্রিকেটার আইপিএলের মাধ্যমেই নিজের প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। মার্চের তৃতীয় সপ্তাহে আসন্ন মরশুমের আইপিএল শুরু হওয়ার কথা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যর ছন্দে থাকাটা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর তাঁর ম্যাচ ফিটনেসটা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে সূর্য আইপিএলে কেমন পারফর্ম করেন, তার ওপরে কিন্তু সকলেরই নজর থাকবে। অবশ্য তাঁর অনুপস্থিতিতে মিডল অর্ডারে আফগানিস্তানের বিরুদ্ধে শিবম দুবেও দুরন্ত পারফর্ম করেন। সিরিজ সেরা হন তিনি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: উদ্যোগী গম্ভীর, আইপিএলের ২ মাস আগেই শুরু হয়ে গেল কেকেআরের প্রস্তুতি