Water Problem: ২টি পাম্প খারাপ, ৭ দিন ধরে জল বন্ধ বালি পুরসভা এলাকায়, বেহাল অবস্থা বাসিন্দাদের

দীর্ঘ সাত দিন ধরে মিলছে না পানীয় জল। বালি পুরসভার পাম্পিং স্টেশনের দুটি পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে জল বন্ধ হয়ে রয়েছে এলাকায়। ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হলেও তাতে চাহিদা মিটছে না বাসিন্দাদের। ফলে একাধিক জায়গায় জল নিয়ে মারপিটও হচ্ছে বলে খবর। 

যেখানে পুরসভার দিনে চারবার পানীয় জল সরবরাহ করত, সেখানে পাম্পিং স্টেশনের দুটি পাম্প খারাপ হয়ে যাওয়ার জন্য পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। এই ঠান্ডায় অসুবিধার মধ্যে পড়েছেন এলাকাবাসী।

গঙ্গার ধারে থাকেন সেই সব এলাকার বাসিন্দারা গঙ্গার থেকে জলএনে কাজ চালাচ্ছে। কিন্তু যারা গঙ্গা থেকে দূরে থাকেন তাদের অবস্থা অবস্থা আরও দুর্বিসহ। 

পড়ুন। ঝালদা পুরসভায় ঘটল নাটকীয় মোড়, দলীয় হুইপকে উপেক্ষা করে চলল ভোটাভুটি

পরিস্থিতি সামাল দিতে, কলকাতা, উত্তরপাড়া ও হাওড়া পুরসভার কাছ থেকে পানীয় জলের ট্যাঙ্কার নিয়ে  কিছু এলাকায় সরবরাহ করা হচ্ছে। কিন্তু তাতেও চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। জলের লাইনে তৈরি হচ্ছে অশান্তি, হাতাহাতি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই মারামারিতে একজন মাথায়ও ফেটেছে। 

স্থানীয় বাসিন্দা স্বপ্না পাত্র বলেন, ‘সাতদিন ধরে এলাকায় জল নেই। আমরা দূরে একটি চাপা কল (টিউবওয়েল) আছে সেখান থেকে জল আনতে হচ্ছে। কেউ কেউ জল কিনে খাচ্ছেন।’

 হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলী সদস্য রিয়াজ আহমেদের সঙ্গে কথা বলে জানা যায়, এখনও এই পানীয় জল পেতে গেলে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ পাম্পিং স্টেশনের যে মেশিনটি এখনো খারাপ হয়ে পড়ে রয়েছে তার কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করছি পাম্প ঠিক করার। নদীর বালি ঢুকে পাম্পের মধ্যে সিল্ট ঢুকে গিয়েছে। সে কারণ অনেকগুলি অ্যাক্সেল ভেঙে গিয়েছে। সেগুলি সারানোর চেষ্টা চলছে।’

 ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ভোটের সময় দেখা মেলে জনপ্রতিনিধিদের। অথচ গত সাত দিন ধরে এলাকায় পানীয় জলবন্ধ তাতে কারও হেলদোল নেই।  দেখা যায়নি কোনও জনপ্রতিনিধিকে। এই কনকনে ঠান্ডায় বাড়ির থেকে দূরে রাখা ট্যাঙ্ক থেকে জল আনতে হচ্ছে। ফলে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।