Abhishek Banerjee: ‘কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল…’ মহকুমা হয়েছে ধূপগুড়ি, পোস্ট করলেন অভিষেক

ধূপগুড়িতে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, ধূপগুড়িকে মহকুমা হিসাবে ঘোষণা করা হবে। কার্যত স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকেই কার্যত মান্যতা দিয়েছিলেন তিনি। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিষেকের সেই ঘোষণাই কার্যত ভোটের ফলাফলকে ঘুরিয়ে দিয়েছিল। আর শুক্রবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ধূপগুড়িকে মহকুমা হিসাবে ঘোষণা করা হবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন, কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল।

অভিষেক লিখেছেন, গত ২ সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম, ধূপগুড়িকে পৃথক মহকুমায় উন্নীত করা হবে। আমাদের মা মাটি মানুষের সরকার তা পূরণ করেছে। মাইল মাইল দূর থেকেও আমি আজ সেখানকার মানুষের উদ্বেগ হওয়া মুখগুলি দেখতে পাচ্ছি।

বাস্তবিকই কথা রেখেছে তৃণমূল। ভোটের আগে অনেকেই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কি আদৌ কোনটি মহকুমা হবেন তা ঠিক করতে পারেন…তা নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার কোনও অধিকার কি তাঁর রয়েছে। কিন্তু সেসবকে উড়িয়ে দিয়ে কথা দিয়েছিলেন অভিষেক।

 

তিনি ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, আমি কথা দিয়ে গেলাম। তিন মাসের মধ্য়ে ধূপগুড়িকে মহকুমা করার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। আর শেষ পর্যন্ত কথা রাখলেন তিনি। গত ২রা সেপ্টেম্বর কথা দিয়েছিলেন। আর ২০২৪ সালে প্রথম মাসেই কথা রাখল সরকার। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ঘোষণা মতোই ধূপগুড়িকে মহকুমা হিসাবে ঘোষণা করা হল।

তবে এর আগে ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ভোট প্রচারে গিয়েছিলেন ধূপগুড়িতে। কিন্তু তিনিও ধূপগুড়িকে মহকুমার করার কথা জানিয়েছিলেন। কিন্তু সেই কথা শেষ পর্যন্ত তিনি পূরণ করতে পারেননি। তবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অবশ্য যে কথা রেখেছিলেন সেটা তিনি পূরণ করে দিলেন।

এদিকে বিরোধী দলের একাধিক নেতাও ভোটের ফলাফল ঘোষণার পরে ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, মহকুমা ঘোষণার বিষয়টি বিরাট সুবিধা করে দিয়েছিল তৃণমূলকে। তার বিরুদ্ধে কোনও কথা বলতে পারেননি বিরোধীরা। আর লোকসভা ভোটের কয়েকমাস আগে ধূপগুড়িকে বাস্তবেই মহকুমা বলে ঘোষণা করে দিল সরকার।