Mamata vs Adhir Ranjan: কংগ্রেসের সঙ্গে জোটের আশা পণ্ড করে মমতা বললেন, ধুর অধীর কোনও ফ্যাক্টরই নয়

লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে তৃণমূলের জেলাওয়াড়ি বৈঠকে রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা ফের একবার ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। এদিন মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বললেন, জেলার ৩টি আসনে লড়াই করার জন্যই তৈরি হোন। এমনকী মুর্শিদাবাদে অধীর চৌধুরী ফ্যাক্টর ফুৎকারে উড়িয়ে দেন তৃণমূলনেত্রী।

এদিনের সভায় লোকসভা নির্বাচনে দলের রণকৌশল বুঝিয়ে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কালীঘাটের বাড়িতে এই বৈঠকে মমতা ছাড়াও হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিম।

বৈঠকে বহরমপুরে অধীর প্রসঙ্গ তোলেন একদা তাঁরই অনুগামী হুমায়ুন কবির। তিনি বলেন, দিদি, বহরমপুরে অধীর চৌধুরী কিন্তু একটা ফ্যাক্টর। হুমায়ুনের দাবি ফুৎকারে উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধুর, অধীর কোনও ফ্যাক্টরই নয় যদি তোমরা সবাই একজোট হয়ে লড়াই করো। এর পরই মমতা বলেন, মুর্শিদাবাদে তিনটি আসনেই লড়াই করার জন্য তৈরি হও।

প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করার জন্য এদিনের বৈঠকে হুমায়ুন কবিরকে বেশ বকাবকি করেন মমতা। বলেন, তুমি একটু বাইরে কথা বলা বন্ধ করো। কিছু বলার থাকলে দলের ভিতরে বলো। অভিষেক বলেন, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় নজর রাখা হচ্ছে। কেউ আজে বাজে লিখে পার পাবে না। ফলে সবাই সতর্ক হোন।

এদিনের বৈঠকে জেলার ২ বিধায়ক খলিলুর রহমান ও আবু তাহেরের প্রশংসা করেন মমতা। মমতার মন্তব্য নিয়ে অধীর চৌধুরীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।