Spice Jet: অবতরণের সময় বিমানের শৌচাগারে আটকে যাত্রী, ছিটকেও পড়লেন… হাড়হিম ঘটনা স্পাইস জেটে

৩৭ বছর বয়সি এক সফটওয়ার ইঞ্জিনিয়ার। মুম্বই- বেঙ্গালুরু স্পাইস জেটের ফ্লাইটে তাকে প্রায় ১০০মিনিট আটকে ছিলেন বলে অভিযোগ। মঙ্গলবারের ঘটনা। এমনকী তাকে কোনও মেডিক্যাল সহায়তা করা হয়নি বলেও অভিযোগ। এমনকী তার রক্তচাপ পরীক্ষারও ব্যবস্থা করা হয়নি বলে তাদের অভিযোগ। বিমানের শৌচাগারে তাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। ওই যুবকের দাবি তাকে কেবলমাত্র হাতে একটা বোতল ধরিয়ে দেওয়া হয়। এরপর কেবলমাত্র ক্ষমা চাওয়া হয়েছে। কেম্পেগাওড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই যাত্রী দাবি জানিয়েছেন, মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আমি শৌচাগারের মধ্য়ে ছিটকে পড়ছিলাম। বেঙ্গালুরুতে প্লেনটা নামার সময় এই কাণ্ড হয়েছিল। কোনও চিকিৎসা পরিষেবারও সুযোগ ছিল না। তাঁর দাবি স্পাইস জেটের বিমানে তাঁর এই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। এদিকে এরপর স্পাইস জেটের পক্ষ থেকে তাঁকে ৫০০০টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। কিন্তু তিনি এটা মানতে চাননি। তবে স্পাইস জেটের পক্ষ থেকে বলা হয়েছে, ওই যাত্রীকে প্রয়োজনীয় সহায়তা করা হয়েছিল। তাঁকে প্রয়োজনীয় গাইডেন্সের ব্যবস্থা করা হয়েছিল। 

ওই ব্যক্তি মুম্বইতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর তিনি মুম্বই থেকে বেঙ্গালুরু ফিরছিলেন। এরপর মঙ্গলবার বিমানটি বেঙ্গালুরুতে আসার পরে তিনি বিমানের শৌচাগারে যেতে চান। তিনি জানিয়েছেন, সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন কোথাও হয়তো সমস্য়া কিছু হয়েছে। এরপর তিনি শৌচাগারের দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু তিনি বুঝতে পারেন মনে হয়ে কিছু সমস্যা হয়েছে। এরপরই তিনি ফের ওই শৌচাগারে দরজা খোলার চেষ্টা করেন।

তিনি জানিয়েছেন,  আমি ক্রু মেম্বারদের কাছে গোটা বিষয়টি জানানোর চেষ্টা করি।  তিনি জানিয়েছেন, ল্যান্ডিংয়ের সময় আমার মারাত্মক সমস্যা হচ্ছিল। কারণ আমি বিমানের কমোডের উপর বসেছিলাম।  

তিনি জানিয়েছেন,  ল্যান্ডিংয়ের সময় আমি ছিটকে পড়ে যাই। আমি আহত হয়েছি। ২০ মিনিট লেগেছিল দরজা খুলতে। আমি চোখে অন্ধকার দেখছিলাম। আমায় কোনও সহায়তা করা হয়নি। শুধু আমায় এক বোতল জল দেওয়া হল আর ক্ষমা চাওয়া হল। এটা ঠিক নয়।