আত্মীয়ের শেষকৃত্যে যাওয়ার পথে অটোর সঙ্গে গাড়ির সংঘর্ষ, মর্মান্তিক পরিণতি বধূর

দক্ষিণ ২৪ পরগনায় ভোজেরহাটে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বধূর। নিহতের নাম মামনি বিবি। এক আত্মীয়ের শেষকৃত্যে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তিনি। শনিবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘাতক অটোটিকে ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন ভোজেরহাট থেকে হাতিশালার দিকে যাচ্ছিল অটোটি। অটোয় নিয়ম ভেঙে যাত্রী তোলা হয়েছিল। চরিশ্বরের কাছে অটোটি আরেকটি অটোকে ওভারটেক করতে গিয়ে একটি ১০৭ গাড়ির মুখোমুখি পড়ে যায়। দুটি গাড়ির সংঘর্ষ হলে অটো থেকে ছিটকে পড়েন মামনি বিবি। তাঁর পেটের ওপর দিয়ে ১০৭এর চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

মৃতের ননদ বলেন, আমরা এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে পাকাপুল যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। কী ভাবে দুর্ঘটনা ঘটেছে জানি না। অটো থেকে নেমে দেখি বউদি রাস্তায় পড়ে আছে।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ঘাতক অটোটিকে ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেন। এর পর গাছের গুঁড়ি ফেলে চলে পথ অবরোধ। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে অটো চলে। অধিকাংশ অটোর রুট পার্মিট নেই। এমনকী চালকদের অনেকের লাইসেন্স নেই। মোটর ভ্যান চালানোর অভিজ্ঞতা নিয়ে তাঁরা অটো চালান। তাদের আরও দাবি, ভোজেরহাটে অটোর কোনও স্ট্যান্ড নেই। ব্রিজের ওপর অটো দাঁড় করিয়ে রাখেন চালকরা। যার ফলে সেখানে যানজট তৈরি হয়। ওদিকে পুলিশ ব্যস্ত টাকা তুলতে।