ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি লালন করে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গ্রাম বাংলার আনাচে-কানাচে ছড়ানো ছিটানো খেলাধুলা সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করে। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতি লালন করে।’

শনিবার (২০ জানুয়ারি) রংপরের পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নম্বর আলমপীর ইউনিয়ন শাখার উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবার আলী স্মৃতি স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম।

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার বলেন, ‘প্রতিটি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪০০টি করে কম্বল বিতরণ করা হবে। ১৮০টি করে কম্বল মা-বোনদের জন্য পৃথকভাবে বিতরণ করা হবে। মা-বোনেরা আমাকে খুব ভালোবাসেন।’ তিনি বলেন, ‘মায়েদের একটি কম্বল দেওয়া হলে তারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন।’

এ সময় স্পিকার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়ন, ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়ন, ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে মা-বোনদের অগ্রাধিকারের ভিত্তিতে কম্বল বিতরণ করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মেধা ও মনন বিকশিত হয়। তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব গঠনে এসব খেলাধুলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।’

অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।