যাচ্ছেন না মলদ্বীপ! বিনামূল্যেই পেয়ে যাবেন ছোলে ভাটুরে এই রেস্তোরাঁ

মলদ্বীপ সফর বাতিল করলেই পছন্দের খাবার খাওয়াচ্ছে দেশের এক রেস্তোরাঁ। বিনামূল্যেই দেওয়া হচ্ছে ‘ছোলে ভাটুরে’। বর্তমানে, ভারত মলদ্বীপের সম্পর্ক কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার পর থেকেই মলদ্বীপের বিরুদ্ধে সারা ভারত। সেলিব্রেটি থেকে আমজনতা সকলেই। ভারতীয় পর্যটকরা এখন লাক্ষাদ্বীপে যেতে চান, মলদ্বীপ আর নয়।

আর যারা এখনও মলদ্বীপ ভ্রমণে যেতে চাইছেন। তাঁদেরই দেশমুখী করার লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছে নয়ডার রেস্তোরাঁ। #BoycottMaldives ক্যাম্পেইন যোগদান করে, মিঃ ভাটুরে – নয়ডা এবং গাজিয়াবাদের একটি রেস্তোরাঁ চেইন – যাঁরা লাক্ষাদ্বীপে ট্রিপ বুক করেছেন বা মলদ্বীপে নিজেদের সফর বাতিল করেছেন, তাঁদের জন্য বিনামূল্যে বিশেষ ছোলে ভাটুরে থালি অফার করছেন। মুদ্রাস্ফীতির বাজারে ১০ টাকা দিতে গিয়ে যেখানে দুইবার ভাবে মানুষ, যেখানে এত টাকার একটা থালি অফার করা চাট্টিখানি কথা নয়। প্রশ্ন উঠছে, কেন এমন অফার দিচ্ছে সংস্থাগুলি।

মলদ্বীপ-ফাইল ছবি

  • কিন্তু এমনটা কেন করছে রেস্তোরাঁগুলি?

রেস্তোরাঁটির মালিক বিজয় মিশ্র জানিয়েছেন, ‘এর মাধ্যমে, আমরা লাক্ষাদ্বীপে পর্যটনকে উন্নীত করতে চাই। আমরা শনিবার থেকে এই স্কিমটি শুরু করেছি এবং খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে। এনসিআর অঞ্চলেই ১০ জন লোক ইতিমধ্যে এই অফারটি গ্রহণ করেছেন। কাজের প্রশংসাও করেছেন। আমরা এবার এই অফার বাড়ানোর পরিকল্পনা করছি। জানুয়ারির শেষ অবধি দেওয়া হবে অফারটি’।

মূলত, নিজেদের রেস্তোরাঁর নাম বাড়ানোর লক্ষে এমন সামাজিকভাবেও বিজ্ঞাপন দিয়ে থাকেন অনেকেই। সেইরকম কোনো পরিকল্পনা রয়েছে নাকি বিজয় মিশ্রের! উত্তরে মিশ্রের দাবি, এটি কেবল ব্যবসা করার জন্য নয়, দেশ এবং এর পর্যটনশিল্পকে সমর্থন দেখানোও তাঁদের উদ্দেশ্য। ওই রেস্তোরাঁ চেইন মালিক এও বলেছেন যে মালদ্বীপের মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। আর তার পর থেকেই মালিকের মাথায় এই বিশেষ পরিকল্পনাটি আসে।

প্রসঙ্গত, আজ নয়। ভারত-মলদ্বীপের সম্পর্ক অনেকদিন থেকেই চাপের মধ্যে রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু গত বছরের নভেম্বরে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয়েছে এই দ্বন্দ্ব। তিনি ব্যাপকভাবে চিনপন্থী নেতা। রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই মুইজু তাঁর দেশ থেকে ভারতীয় সামরিক কর্মীদের উচ্ছেদের কথা বলে আসছেন। মলদ্বীপের মিডিয়া সূত্রে খবর, মোহাম্মদ মুইজু ভারতকে ১৫ মার্চের আগে দ্বীপদেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে বলেছেন।