Adhir vs Mamata: পরোয়া করি না, একাই লড়ব, মমতার কটাক্ষের জবাবে বললেন অধীর

শুক্রবার মুর্শিদাবাদে অধীর ফ্যাক্টর ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তার জবাব দিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। বললেন, ‘আমি লড়াই করে জিতেছি। কাউকে পরোয়া করি না।’

শুক্রবার কালীঘাটে মমতার বাড়িতে ছিল মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে তৃণমূলের বৈঠক। সেই বৈঠকে বহরমপুরে অধীর চৌধুরী ফ্যাক্টর নিয়ে কথা উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধুর অধীর কোনও ফ্যাক্টরই নয়। তার পর থেকে অপেক্ষা ছিল, কী বলেন অধীরবাবু।

শনিবার শিলিগুড়িতে দলীয় কর্মিসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু বলেন, ‘আমি তো লড়াই করে জিতেছি। প্রতিপক্ষকে হারিয়ে বড় হয়েছি। আমি কাউকে পরোয়া করি না। আমি কাজ করে দেখিয়ে দিয়েছি। কংগ্রেস চাইলে সব পারে। আমি লড়াই করতে প্রস্তুত।’

শুক্রবারের বৈঠকে বহরমপুরে অধীর প্রসঙ্গ তোলেন একদা তাঁরই অনুগামী হুমায়ুন কবির। তিনি বলেন, দিদি, বহরমপুরে অধীর চৌধুরী কিন্তু একটা ফ্যাক্টর। হুমায়ুনের দাবি ফুৎকারে উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধুর, অধীর কোনও ফ্যাক্টরই নয় যদি তোমরা সবাই একজোট হয়ে লড়াই করো। এর পরই মমতা বলেন, মুর্শিদাবাদে তিনটি আসনেই লড়াই করার জন্য তৈরি হও।

সঙ্গে ওই বৈঠকে দলীয় নেতাদের মুর্শিদাবাদে ৩টি আসনের সবকটিতে লড়ার জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন মমতা। যার ফলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনাকে আর গুরুত্ব দিচ্ছেন না তৃণমূলনেত্রী। পশ্চিমবঙ্গে অন্তত জলাঞ্জলি গেল ইন্ডি জোট। মমতার নিজের রাজ্যেই জোটের করুণ দশা নিয়ে তৃণমূলে বিঁধেছে বিজেপি। তাদের দাবি, লোকসভা ভোটে এরাজ্যে দ্বিতীয় স্থানের লড়াই চলছে তৃণমূল, কংগ্রেস ও বামেদের মধ্যে।