Aims Delhi Half Day Holiday: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্য়ায়, খুশিতে এইমস হাসপাতালে হাফবেলা ছুটি ঘোষণা

২২ জানুয়ারি আসছে দিন। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে একেবারে সাজো সাজো রব। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটির কথা ঘোষণা করা হয়েছে। এবার এইমসেও এই ছুটির কথা ঘোষনা করা হল। তবে সেটা পুরো দিন নয়। অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করল এইমস দিল্লি। এইমস দিল্লির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২২জানুয়ারি  দুপুর ২.৩০ পর্যন্ত এইমস দিল্লিতে হাফ ছুটি থাকবে। তবে জরুরী পরিস্থিতিতে অবশ্য় প্রয়োজনীয় পরিষেবা পাওয়া যাবে।

এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভারত সরকার সোমবার ২২শে জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। অযোধ্য়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে ওইদিন। সেক্ষেত্রে এইমসও হাফবেলা ছুটি থাকবে। ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি থাকবে এইমসে। সমস্ত সেন্টারের প্রধানদের সমস্ত বিভাগের প্রধানদের অনুরোধ করা হচ্ছে এই ছুটির ব্যাপারটি যেন তাঁরা তাঁদের অধীনে কাজ করেন যে কর্মচারীরা তাঁদের অবহিত করে দেন। 

সেই সঙ্গেই নোটিশে উল্লেখ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ একমাস সময়কাল ধরে এইমস দিল্লিতে হাই অ্য়ালার্ট জারি করা থাকবে। তার জেরে সমস্ত ক্রিটিকাল ক্লিনিকাল সার্ভিসগুলি খোলা থাকবে। 

তবে অনেকের মতেই এই বিজ্ঞপ্তি কার্যত নজিরবিহীন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হাসপাতাল বন্ধ থাকার বিষয়টি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এইমস আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত অ্য়াপয়েন্টমেন্ট ফের অন্যদিন করা হয়েছে। তবে ক্রিটিকাল সার্ভিস জারি থাকবে। যদি কোনও রোগী চলে আসেন তবে তাঁকে ভর্তি করা হবে। সন্ধ্য়ায় ওপিডি খোলা থাকবে। 

এদিকে আগামী ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হল। যেদিন অযোধ্যা রামমন্দিরের উদ্বোধন করা হবে। আর প্রাণপ্রতিষ্ঠা হবে ‘রামলালা’-র। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে ‘অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য ২২ জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। মানুষের অভাবনীয় ভাবাবেগের বিষয়টি নিয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ‘২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন করা হবে দেশজুড়ে। যাতে (কেন্দ্রীয় সরকারি) কর্মচারীরা ওই উৎসবে যোগ দিতে পারেন, সেজন্য ২০২৪ সালের ২২ জানুয়ারি দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত দেশজুড়ে সব কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ থাকবে।’