Health Ministry Food Advisory : Union Health Ministry requested to keep fat free healthy food in the Medical College Canteen all over the country

দেশের সমস্ত মেডিক্য়াল কলেজের ক্য়ান্টিনে (Medical College Canteen ) চর্বি বর্জিত ও স্বাস্থ্য সম্মত খাবার রাখার জন্য (Health Ministry Food Advisory ) কর্তৃপক্ষের কাছে আবেদন জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মেডিক্য়াল কলেজগুলির কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে ক্য়ান্টিনে ফাস্ট ফুড ও সফট ড্রিঙ্কস না রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে শাক-সবজি জাতীয় খাবার বেশি রাখা ও খাবারে কম নুন ব্য়বহার করার আবেদন জানানো হয়েছে। পরিসংখ্য়ান বলছে, ভারতে হৃদরোগে ২৭ শতাংশ মানুষের মৃত্য়ু হয়। ফুসফুসের রোগে ১১ শতাংশ মানুষ মারা যান। ৯ শতাংশ মানুষ ক্য়ান্সার ও ৩ শতাংশ মানুষের ডায়াবেটিসে মৃত্য়ু হয়। সুস্বাস্থ্য়ের জন্য় চিকিৎসক সমাজের কাছে অগ্রণী ভূমিকা নেওয়ার আবেদন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।